পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কতটা বিপজ্জনক হায়দরাবাদ বিমানবন্দর? দেখালেন রিতেশ - Hyderabad Airport

সুরাট অগ্নিকাণ্ডের ভয়বহতা এখনও দেশকে তটস্থ করে রেখেছে। এতগুলো মানুষের মৃত্যুটা এখনও মেনে নিতে পারেনি কেউই। আর এর মধ্যেই রিতেশ দেশমুখ চোখে আঙুল দিয়ে দেখালেন আরও একটা বিপজ্জনক জায়গার ছবি, যেখানে আগুন লাগলে একটা ট্র্যাজেডি হতে বাধ্য়।

রীতেশ দেশমুখ

By

Published : May 28, 2019, 9:10 AM IST

Updated : May 28, 2019, 3:44 PM IST

মুম্বই : সুরাটের ট্র্যাজেডির পর এখন ভীত হয়ে রয়েছে দেশের প্রতিটা মানুষ। কোথাও কোনও ফাঁক দেখলেই সচেতন হয়ে যাচ্ছে সবাই। রিতেশ দেশমুখও তাঁদের মধ্যে অন্যতম। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করে তিনি দেখিয়েছেন হায়দরাবাদ বিমানবন্দর কতটা বিপজ্জনক।

প্রথম ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এমারজেন্সি এক্সিটে একটা চেন লাগিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ক্যাপশনে রিতেশ লিখেছেন, "আমরা এখন হায়দরাবাদ বিমানবন্দরের লাউঞ্জে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। ঢোকা-বেরোনোর একমাত্র রাস্তা হল একটা এলিভেটর, যেটা বন্ধ হয়ে যায়। আর একমাত্র এক্সিট গেট চেন দিয়ে বন্ধ করে রাখা। (যদি আগুন লাগে, তাহলে একটা ট্র্যাজেডি অপেক্ষা করে আছে)"।

অন্য় ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, যে ব্যক্তি ওই এমারজেন্সি এক্সিটের দায়িত্বে রয়েছেন, যাত্রীদের অনেক অনুরোধ সত্ত্বেও সেই দরজা খুলতে চাইছেন না তিনি। তবে রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে, এমারজেন্সি এক্সিটে একটা ম্যানুয়াল লক রয়েছে। অর্থাৎ কেউ চাইলে দরজার পাশে রাখা চাবি দিয়ে সেই লক খুলতে পারেন।

Last Updated : May 28, 2019, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details