মুম্বই : পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকার জন্য এবং দীর্ঘস্থায়ী উন্নয়ণের জন্য অনেকেই আজকাল ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন । শুধু পরিবেশের জন্য নয়, নিজের স্বাস্থ্যের জন্যও কেউ কেউ মাছ-মাংস-ডিম খাওয়া ছেড়ে দিচ্ছেন । রীতেশও নিজের লাইফস্টাইলে আমূল সেই পরিবর্তনটা নিয়ে এলেন ।
অভিনেতা IANS-কে বলেন, "আমি নন-ভেজ খাবার, ব্ল্যাক কফি এবং এরিয়েটেড ড্রিঙ্ক ছেড়ে দিয়েছি । নিজের শরীরের খাতিরেই করেছি ।"