মুম্বই : গত 30 এপ্রিল মারা গেছেন ঋষি কাপুর । অভিনেতার আকস্মিক মৃত্যু একপ্রকারে কাঁপিয়ে দিয়েছিল দেশকে । তবে সময় তো থেমে থাকে না । দেখতে দেখতে কেটেছে 13 টা দিন । বান্দ্রায় অভিনেতার বাড়িতে পুজোর আয়োজন করলেন পরিবারের অন্যান্য সদস্যরা ।
ঋদ্ধিমা কাপুর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পুজোর ছবি । একটি ছবিতে রণবীর কাপুরকে দেখা যাচ্ছে পুজো করতে । অন্য ছবিতে ঋদ্ধিমা দাঁড়িয়ে রয়েছেন ঋষির ছবির পাশে ।