পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋষি কাপুরের মৃত্যুর 13 দিন, পুজোর আয়োজন করল কাপুর পরিবার - ranbir kapoor and alia bhatt offers prayer

দেখতে দেখতে মৃত্যুর পর কেটে গেল 13 দিন । কথা হচ্ছে ঋষি কাপুরকে নিয়ে । অভিনেতার মৃত্যুর 13 তম দিনে পুজোর আয়োজন করল কাপুর পরিবারের সদস্যরা । উপস্থিত ছিলেন আলিয়া ভাটও ।

Rishi Kapoor death 13th day
Rishi Kapoor death 13th day

By

Published : May 12, 2020, 11:02 PM IST

মুম্বই : গত 30 এপ্রিল মারা গেছেন ঋষি কাপুর । অভিনেতার আকস্মিক মৃত্যু একপ্রকারে কাঁপিয়ে দিয়েছিল দেশকে । তবে সময় তো থেমে থাকে না । দেখতে দেখতে কেটেছে 13 টা দিন । বান্দ্রায় অভিনেতার বাড়িতে পুজোর আয়োজন করলেন পরিবারের অন্যান্য সদস্যরা ।

ঋদ্ধিমা কাপুর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পুজোর ছবি । একটি ছবিতে রণবীর কাপুরকে দেখা যাচ্ছে পুজো করতে । অন্য ছবিতে ঋদ্ধিমা দাঁড়িয়ে রয়েছেন ঋষির ছবির পাশে ।

ক্যাপশনে মেয়ে লিখেছেন, "তোমার স্মৃতি থেকে যাবে চিরকাল...আমরা তোমায় ভালোবাসি ।"

তবে শুধু কাপুর পরিবারের সদস্যরাই নন, অনুষ্ঠানে ছিলেন আলিয়া ভাটও । সোশাল মিডিয়ায় রণবীর আর আলিয়ার ছবি দেখা গেছে । উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর, আরমান জৈন, আদর জৈন, শ্বেতা ও নভ্য়া নন্দা ও রণধীর কাপুরও ।

ABOUT THE AUTHOR

...view details