মুম্বই : মুক্তি পেল ঋষি কাপুর অভিনীত ছবি 'ঝুঠা কহিঁ কা'-র ট্রেলার। পুরোদমে রোম্যান্টিক কমেডি এই ছবিতে ঋষি কাপুরকে দেখা যাবে ছবির অন্যতম কমিক রিলিফ হিসেবে। ছবিতে রয়েছেন জিমি শেরগিল, সানি সিং, ওমকার কাপুর প্রমুখ। ক্যানসার জয়ের পর এই ছবিতেই বলিউডে কামব্যাক করছেন ঋষি।
ট্রেলার লিঙ্ক শেয়ার করে ঋষি কাপুর টুইট করে লিখেছেন, "এই একই নামের অন্য় একটা ছবিতে আমি নীতুর বিপরীতে হিরো হিসেবে অভিনয় করেছিলাম সত্তর দশকে। আশা করব আপনারা এই ছবিটাও একইভাবে উপভোগ করবেন।"