পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যানসার জয়ের পর এই ছবিতেই ফিরছেন ঋষি কাপুর, শুভেচ্ছা অমিতাভের

বড় পরদায় 'মুল্ক' ছবিতে শেষ দেখা গেছিল ঋষি কাপুরকে। তারপর থেকেই তাঁকে মিস করছে বলিউড। অবশেষে ফের অভিনেতাকে দেখা গেল অভিনয় করতে, তাও আবার এক কমেডি ছবিতে। ছবির নাম 'ঝুঠা কহিঁ কা'।

ঋষি কাপুর

By

Published : Jul 4, 2019, 6:06 PM IST

Updated : Jul 4, 2019, 7:10 PM IST

মুম্বই : মুক্তি পেল ঋষি কাপুর অভিনীত ছবি 'ঝুঠা কহিঁ কা'-র ট্রেলার। পুরোদমে রোম্যান্টিক কমেডি এই ছবিতে ঋষি কাপুরকে দেখা যাবে ছবির অন্যতম কমিক রিলিফ হিসেবে। ছবিতে রয়েছেন জিমি শেরগিল, সানি সিং, ওমকার কাপুর প্রমুখ। ক্যানসার জয়ের পর এই ছবিতেই বলিউডে কামব্যাক করছেন ঋষি।

ট্রেলার লিঙ্ক শেয়ার করে ঋষি কাপুর টুইট করে লিখেছেন, "এই একই নামের অন্য় একটা ছবিতে আমি নীতুর বিপরীতে হিরো হিসেবে অভিনয় করেছিলাম সত্তর দশকে। আশা করব আপনারা এই ছবিটাও একইভাবে উপভোগ করবেন।"

নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবিটির উল্লেখ করেছেন বিগ বি অমিতাভও। ছবির পুরো টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এই দুই বর্ষীয়ান অভিনেতার সুসম্পর্কের কথা আগেই জানা ছিল। তবে অমিতাভের এই জেশ্চারে আরও বেশি করে বোঝা গেল বিষয়টা।

ছবিটি মুক্তি পাবে ১৯ জুলাই। দেখে নিন ছবির ট্রেলার...

Last Updated : Jul 4, 2019, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details