মুম্বই : ঋষি কাপুর আর তাপসী পান্নু দু'জনেই পাঞ্জাবী । তাই অভিনেতার অনেক আচরণই রিলেট করতে পারতেন তাপসী । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে তাপসী 'মুল্ক'-এর কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন ।
তাপসী বললেন, "আপাত দৃষ্টিতে ওঁকে দেখলে মনে হতে পারে যে, অল্পতেই মাথা গরম হয়ে যায় ওঁর । সেটা হয়তো হত । কিন্তু, একটু সময় মিশলে ওঁর অন্যদিকটা দেখা যেত । 'মুল্ক' করার সময় আমি সেটা বোঝার সুযোগ পেয়েছিলাম । ঋষি কাপুরের প্রশংসা শুনেও মনে হত যে উনি বকছেন । আমি রিলেট করতে পারতাম আচরণটা ।"