পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ঋষি কাপুরের প্রশংসাও বকুনির মতো শোনাত", মনে করলেন তাপসী

'মুল্ক' ছবিতে ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন তাপসী পান্নু । আজ ঋষি নেই, তবে রয়ে গেছে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাগুলো । স্মৃতি হাঁতড়ালেন অভিনেত্রী ।

rishi kapoor compliments taapsee pannu
rishi kapoor compliments taapsee pannu

By

Published : May 12, 2020, 6:59 PM IST

মুম্বই : ঋষি কাপুর আর তাপসী পান্নু দু'জনেই পাঞ্জাবী । তাই অভিনেতার অনেক আচরণই রিলেট করতে পারতেন তাপসী । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে তাপসী 'মুল্ক'-এর কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন ।

তাপসী বললেন, "আপাত দৃষ্টিতে ওঁকে দেখলে মনে হতে পারে যে, অল্পতেই মাথা গরম হয়ে যায় ওঁর । সেটা হয়তো হত । কিন্তু, একটু সময় মিশলে ওঁর অন্যদিকটা দেখা যেত । 'মুল্ক' করার সময় আমি সেটা বোঝার সুযোগ পেয়েছিলাম । ঋষি কাপুরের প্রশংসা শুনেও মনে হত যে উনি বকছেন । আমি রিলেট করতে পারতাম আচরণটা ।"

তাপসী আরও বলেন, "এখনও আমার বিশ্বাস হয় না ওঁর মৃত্যুটা । হয়তো ইন্ডাস্ট্রি পার্টিতে ওঁকে না দেখতে দেখতে অভ্যেস হয়ে যাবে বিষয়টা । তবে এখনও সেটা হয়নি । 'থাপ্পড়' দেখে আমায় মেসেজ করেছিলেন ঋষি কাপুর । উনি যে নেই সেটা মেনে নিতে পারিনি ।"

ছবির দৃশ্য, সৌজন্যে ইউটিউব

সিনেমার বাইরেও অনেক বিষয় নিয়ে কথা বলতেন ঋষি কাপুর । তাপসীর মতে, ঋষি দারুণ গল্প বলতেন । এরকম অনেক অগোছালো স্মৃতিই রয়ে গেছে অভিনেত্রীর, যেগুলো সারাজীবন উপভোগ করার মতো ।

ABOUT THE AUTHOR

...view details