পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধনতেরাসে বাপ্পি লাহিড়ির ছবি দিয়ে শুভেচ্ছা ঋষির - বাপ্পি লাহিড়ির ছবি দিলেন ঋষি কাপুর

ধনতেরাসে ঋষি কাপুর তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানালেন। কিন্তু, একেবার অভিনব ভাবে।

Rishi Kapoor shares Bappi Lahiri Picture

By

Published : Oct 25, 2019, 11:17 PM IST

মুম্বই : বাপ্পি লাহিড়ির সোনাপ্রীতির কথা সবাই জানেন। তাঁকে নিয়ে তাই তৈরি হয় অজস্র মিম, প্র্যাক্টিকাল জোক। কিন্তু, ধনতেরাসে ঋষি কাপুর যে একটা বাপ্পি লাহিড়ির ছবি তুলে দেবেন, সেটা বোধহয় কেউ ভাবেননি।

হ্যাঁ ঋষি কাপুর সেটাই করেছেন। সোশাল মিডিয়ায় ভক্তদের ধনতেরাসের শুভেচ্ছা জানানোর জন্য তিনি এই বিখ্যাত সুরকারের একটা ছবি তুলে দিলেন। সোনায় মোড়া বাপ্পি লাহিড়ির ছবিটির উপর লেখা 'হ্যাপি ধনতেরাস'।

ছবিটির ক্যাপশনে ঋষি লিখেছেন, "আমার বন্ধু বাপ্পি লাহিড়ি"। দেখে নিন সেই পোস্ট...

নিউ ইয়র্ক থেকে ক্যানসার সারিয়ে এই সদ্য দেশে ফিরেছেন ঋষি কাপুর। খুব তাড়াতাড়ি তিনি শুরু করবেন তাঁর পরবর্তী শুটিংয়ের কাজ।

ABOUT THE AUTHOR

...view details