মুম্বই : গত বছর স্ত্রী নীতু সিংয়ের সঙ্গে নিউইয়র্ক যাওয়ার পর থেকেই বলিউড অভিনেতা ঋষি কাপুরের শরীর খারাপের খবর শিরোনামে আসতে থাকে । তার কিছুদিন পরই জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত । এখন রিপোর্ট অনুযায়ী যদিও তিনি ক্যানসার মুক্ত । তবে তাঁর পোস্ট ক্যানসার কেয়ার এখন চলছে । এবছরের অগাস্টে তিনি ফিরে আসবেন বলেও খবর আসে ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন এই রোগের সঙ্গে লড়াই করার কথা । রোগ ধরা পড়ার পর শুরুতেই তাঁর ওজন 26 কিলো কমে গিয়েছিল । তাঁর খাওয়ার ইচ্ছে কমে গিয়েছিল । তিনি কিছু খেতেও পাচ্ছিলেন না । তবে ঋষি কাপুর এটাও জানিয়েছেন যে, তিনি এখন ওই সময় থেকে বেরিয়ে এসেছেন । বর্তমানে 8 কিলো ওজনও বেড়েছে তাঁর ।