পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যানসারের সঙ্গে লড়াইটা কঠিন ছিল, জানালেন ঋষি কাপুর - interview

এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়টা কঠিন ছিল । কীভাবে কাটিয়েছেন এই এক বছর জানালেন ঋষি কাপুর ।

ঋষি কাপুর

By

Published : Jul 18, 2019, 9:45 AM IST

মুম্বই : গত বছর স্ত্রী নীতু সিংয়ের সঙ্গে নিউইয়র্ক যাওয়ার পর থেকেই বলিউড অভিনেতা ঋষি কাপুরের শরীর খারাপের খবর শিরোনামে আসতে থাকে । তার কিছুদিন পরই জানা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত । এখন রিপোর্ট অনুযায়ী যদিও তিনি ক্যানসার মুক্ত । তবে তাঁর পোস্ট ক্যানসার কেয়ার এখন চলছে । এবছরের অগাস্টে তিনি ফিরে আসবেন বলেও খবর আসে ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন এই রোগের সঙ্গে লড়াই করার কথা । রোগ ধরা পড়ার পর শুরুতেই তাঁর ওজন 26 কিলো কমে গিয়েছিল । তাঁর খাওয়ার ইচ্ছে কমে গিয়েছিল । তিনি কিছু খেতেও পাচ্ছিলেন না । তবে ঋষি কাপুর এটাও জানিয়েছেন যে, তিনি এখন ওই সময় থেকে বেরিয়ে এসেছেন । বর্তমানে 8 কিলো ওজনও বেড়েছে তাঁর ।

ঋষি জানিয়েছেন, সবার আশীর্বাদে তিনি এখন ভালো আছেন । ক্যানসারের চিকিৎসায় নয় বরং তার রিঅ্যাকশনের সময় অসুবিধা হয় । নিউইয়র্কে বসে বাড়ি ফেরার দিন গুনছেন ঋষি কাপুর । বাড়ির কথা খুব মনে পড়ে বলেও জানান তিনি ।

এই কঠিন সময়ে নীতু ও তাঁর বাচ্চারা সবসময় পাশে থেকেছে । রোগটা যাতে আর না ফিরে আসে তাই করাতে হবে কেমোথেরাপি । সেপ্টেম্বরে নিজের জন্মদিনের আগে দেশে ফিরতে পারবেন বলে আশাবাদী প্রবীণ অভিনেতা ঋষি কাপুর ।

ABOUT THE AUTHOR

...view details