মুম্বই : দু'জনেই বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা । তবে দু'জনের অভিনয়ের ধরন আলাদা । একজন নিয়ম মেনে অভিনয় করার পক্ষপাতী, আর অন্য়জন একেবারে অন স্পট পরিবর্তন করেন নিজেকে । প্রথম জন ঋষি কাপুর আর পরের জন ইরফান খান । দু'জনেই একদিনের ব্য়বধানে প্রয়াত ।
'D-Day'-র পরিচালক নিখিল আদবানী এক ভার্চুয়াল ইন্টারভিউতে বলেন, "ঋষি কাপুর শুনেছিলেন যে ইরফান দারুণ অভিনেতা । উনি সেটা দেখতে চেয়েছিলেন ।"
তবে ঋষির অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না । ইরফানের সঙ্গে তিনি যে দৃশ্যে অভিনয় করতে যাচ্ছিলেন, সেটিতেই ইরফান অন স্পট কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেন । ফলে একাধিক বার রিটেক করতে হয়ে দৃশ্যটিকে । কিন্তু, প্রতিবারই ইরফান আলাদা আলাদা কিউ দিচ্ছিলেন আর সমস্যায় পড়ে যাচ্ছিলেন ঋষি কাপুর ।
নিখিল বললেন, "ঋষি কাপুর আমায় ডেকে বললেন, 'ওঁকে বোঝাও, ও অভিনয় করতে পারে না । ও ঠিকমতো কিউ না দিলে আমি বুঝতে পারব না আমার লাইনগুলো ।'আমি তখন ঋষি স্যারকে বোঝাই যে, আপনি যা খুশি বলুন, ইরফানকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ।"
ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব একটা সুবিধার ছিল না ঋষির । তবে সিনেমাটা দেখলে বোঝা যায়, দু'জনেই কতটা ভালো অভিনয় করেছেন নিজেদের মতো করে । নিখিলও স্বীকার করে নিলেন কথাটা ।