পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"সারা উদাহরণ তৈরি করল", সইফ-কন্যার প্রশংসায় ঋষি

সারা আলি খানের প্রশংসায় উচ্ছ্বসিত ঋষি কাপুর। কী এমন করলেন সারা যে, নিজের টুইটার অ্যাকাউন্টে তাঁকে নিয়ে টুইট করে ফেললেন বর্ষীয়ান অভিনেতা?

সারা আলি খান

By

Published : Aug 8, 2019, 10:41 AM IST

মুম্বই : সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে, সারা তাঁর নিজের লাগেজ ব্যাগ নিজেই ট্রলিতে করে ঠেলে আনছেন। সারার এই জেশ্চারই খুব পছন্দ হয়েছে ঋষি কাপুরের।

ঋষি তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, "খুব ভালো সারা। তুমি উদাহরণ তৈরি করলে যে, এয়ারপোর্টে সেলেব্রিটিদের কীরকম ব্যবহার হওয়া উচিত। নিজের জিনিসপত্র নিজে বওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। জিনিস ঠেলার জন্য কোনও চামচা নেই।"

শুধু এটুকুই নয়, ঋষি আরও একটি ব্যাপারে নজর দিয়েছেন। এয়ারপোর্টে কোনও সানগ্লাস ছাড়াই দেখা গেছিল এই স্টারকে আর সেটাও একটা ব্যতিক্রমী ব্যাপার।

ঋষি লিখেছেন, "সবথেকে বড় ব্যাপার হল কোনও ডার্ক গ্লাস নেই, নেই কোনও এয়ারপোর্ট লুক। কোনও নিরাপত্তাহীনতা ছাড়াই তুমি আত্মবিশ্বাসী।"

এর আগেও সারার নম্র ব্যবহার, অমায়িক ভদ্রতা নিয়ে প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে এই প্রশংসা ঋষির মুখ থেকে শোনাটা সত্য়িই একটা বড় ব্যাপার।

ABOUT THE AUTHOR

...view details