মুম্বই : সকাল সকাল খারাপ খবরটা দিয়েছিলেন অমিতাভ বচ্চনই । ঋষি কাপুরের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি । এরপর একে একে তাঁদের প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই । করেছেন শোকপ্রকাশ ।
গতকাল সকালেই হাসপাতালে ভরতি করা হয় ঋষি কাপুরকে । আর আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । এরপরই টুইট করেন অমিতাভ বচ্চন ।
রজনীকান্ত : হৃদয় বিদারক । আত্মার শান্তি কামনা করি ।
হেমা মালিনি : ঋষি কাপুর নেই তা ভাবা যাচ্ছে না ।
অক্ষয় কুমার : মনে হচ্ছে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে রয়েছি । এটা সত্যিই হৃদয় বিদারক । আমাদের পরিবারের ভালো বন্ধু ছিলেন ।
প্রিয়াঙ্কা চোপড়া : এটা একটা যুগের অবসান ।
অনুষ্কা শর্মা : ভাষা হারিয়ে ফেলেছি ।