পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঋষি কাপুরের মৃত্যুতে ভাষা হারিয়েছে বলিউড - rishi kapoor passes away

প্রয়াত ঋষি কাপুর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা ।

rishi
rishi

By

Published : Apr 30, 2020, 11:08 AM IST

Updated : Apr 30, 2020, 3:44 PM IST

মুম্বই : সকাল সকাল খারাপ খবরটা দিয়েছিলেন অমিতাভ বচ্চনই । ঋষি কাপুরের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি । এরপর একে একে তাঁদের প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই । করেছেন শোকপ্রকাশ ।

গতকাল সকালেই হাসপাতালে ভরতি করা হয় ঋষি কাপুরকে । আর আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । এরপরই টুইট করেন অমিতাভ বচ্চন ।

রজনীকান্ত : হৃদয় বিদারক । আত্মার শান্তি কামনা করি ।

হেমা মালিনি : ঋষি কাপুর নেই তা ভাবা যাচ্ছে না ।

অক্ষয় কুমার : মনে হচ্ছে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে রয়েছি । এটা সত্যিই হৃদয় বিদারক । আমাদের পরিবারের ভালো বন্ধু ছিলেন ।

প্রিয়াঙ্কা চোপড়া : এটা একটা যুগের অবসান ।

অনুষ্কা শর্মা : ভাষা হারিয়ে ফেলেছি ।

শাহিদ কাপুর : আপনি সবসময় হৃদয়ে থাকবেন স্যার ।

সলমান খান : চিন্টু স্যার আপনার আত্মার শান্তি কামনা করি ।

করণ জোহর : উনি আমার ছেলেবেলা...

আমির খান : আমরা আপনাকে খুব মিস করব ঋষিজি ।

সুনীল শেট্টি : হঠাৎ করে এই বিশাল ক্ষতির কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম । আপনি অনেক তাড়াতাড়ি চলে গেলেন ।

বরুণ ধাওয়ান : তিনি খুবই প্রফেশনাল ছিলেন ।

বিদ্যা বালন : আমি যখনই আপনাকে স্ক্রিনে দেখতাম তখনই জড়িয়ে ধরতে ইচ্ছে করত !

Last Updated : Apr 30, 2020, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details