পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার লাইফস্টাইল নিয়ে মজা করলে কমেন্ট ডিলিট করে দেব" - ঋষি কাপুরের খবর

ট্রোলারদের কড়া ভাষায় জবাব দিলেন ঋষি কাপুর । তবে কী এমন বলল ট্রোলাররা ?

Rishi Kapoor angry Rishi Kapoor angry
Rishi Kapoor angry

By

Published : Mar 25, 2020, 12:18 PM IST

মুম্বই : ঋষি কাপুর অ্যালকোহল পান করতে পছন্দ করেন । একথা সর্বজনবিদিত । নিজেও বিভিন্ন সোশাল মিডিয়া পোস্টে এই কথা প্রকাশ করেছেন তিনি । তাঁর এই অ্যালকোহল প্রীতি নিয়ে মজা করে বসলেন ট্রোলাররা । আর সেই কারণেই মেজাজ হারালেন অভিনেতা ।

দেশজুড়ে লকডাউনের পরিস্থিতিতে ঋষি কি অ্যালকোহল স্টক করে রেখেছেন ? মজা করে কয়েকজন ট্রোলার এই প্রশ্ন তোলেন সোশাল মিডিয়ায় । তবে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে নেন ঋষি । কড়া ভাষায় জবাব দেন ।

লেখেন, "আমার দেশ বা আমার লাইফস্টাইল নিয়ে কেউ মজা করলে তার কমেন্ট ডিলিট করে দেব । সাবধান থাকবেন । এটা (লকডাউন) একটা সিরিয়াস বিষয় । পরিস্থিতিটা সামলাতে সবাই সবাইকে সাহায্য করুন "

অন্য় একটি পোস্টে ঋষি এক ইউজ়ারের নাম উল্লেখ করে লিখেছেন, "আর একজন ইডিয়ট"। সেই ইউজ়ারের প্রশ্ন ছিল, "মদের কোটা পূর্ণ আছে তো চিন্টু কাকা ?"

তার আগে ঋষি একটি পোস্টে প্রধানমন্ত্রীকে জানান যে, দেশবাসী তাঁর পাশে আছে । তিনি লেখেন, "একজনের জন্য সবাই, সবার জন্য একজন । যেটা করতে হবে সেটাই করব আমরা । আমরা একে অপরকে আনন্দ দিয়ে যাব । কোনও চিন্তা নেই, কোনও ভয় নেই । এটাকেও (কোরোনা) দেখে নেব । প্রধানমন্ত্রীজী আমরা সবাই আপনার পাশে আছি । জয় হিন্দ ।"

ABOUT THE AUTHOR

...view details