পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্যানসার মুক্ত ঋষি! ঘোষণা পরিচালক রাহুল রাওয়ালের - Ranbir Kapoor

ঋষি কাপুর এখন ক্যানসার মুক্ত। ফেসবুক পোস্ট করে একথাই জানালেন পরিচালক রাহুল রাওয়াল।

রাহুল রাওয়ালের ফেসবুক পোস্ট থেকে

By

Published : Apr 30, 2019, 12:53 PM IST

মুম্বই : গতবছর চিকিৎসা করাতে দেশ ছেড়ে নিউইর্য়ক গেছিলেন ঋষি কাপুর। তারপর থেকেই জল্পনা চলছিল যে তাঁর ক্যানসার হয়েছে। এবার সেই জল্পনা উসকে রীতিমতো ঋষিকে ক্যানসার মুক্ত বলে জানালেন পরিচালক রাহুল রাওয়াল।

সম্প্রতি রাহুল রাওয়াল নিজের ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে লেখেন, "ঋষি কাপুর (চিন্টু) এখন ক্যানসার মুক্ত!!!"

রাহুল রাওয়ালের ফেসবুক পোস্ট

সাতমাস আগে ছেলে ও স্ত্রীকে নিয়ে ঋষি নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন চিকিৎসার জন্য। সে কথা নিজেই তিনি সোশাল মিডিয়ায় জানান। তবে ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন ঋষি, তার খোলসা করেননি। ফলে সেই থেকেই জল্পনা চলছিল একটা।

এই প্রসঙ্গে রণধীর কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই সম্পর্কে বেশি কিছু জানি না, তবে ও চিকিৎসায় সাড়া দিচ্ছে।" কাপুর পরিবার ঋষির অসুস্থতা নিয়ে প্রথম থেকেই কোনও মন্তব্য করেননি। তবে এবার রাহুলের পোস্ট থেকে ঋষির ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।

ABOUT THE AUTHOR

...view details