মুম্বই : ফের হাসপাতালে ভরতি ঋষি কাপুর । শরীরে অস্বস্তি হওয়ায় গতকাল সকালে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের একটি হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি ।
এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর বলেন, "ঋষিকে হাসপাতালে ভরতি করার খবর একেবারেই সঠিক । ওর শরীর ভালো লাগছিল না আর কিছু সমস্যাও হচ্ছিল । সেই জন্য তাড়াতাড়ি তাকে হাসপাতালে ভরতি করা হয় । এই মুহূর্তে নিতু ওর পাশে আছে । আমি জানি সব ঠিক হয়ে যাবে ।"
টুইটারে যথেষ্ট সক্রিয় ঋষি কাপুর । প্রায় প্রতিদিনই কোনও না কোনও টুইট করেন । কিন্তু, 2 এপ্রিলের পর আর কোনও টুইট করেননি তিনি । এরপরই তাঁর হাসপাতালে ভরতি হওয়ার খবর সামনে আসে ।