পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অসুস্থ ঋষি কাপুর, ভরতি হাসপাতালে - brother randhir confirm news

অসুস্থ ঋষি কাপুর । গতকাল সকালে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের একটি হাসপাতালে ।

sdf
sdf

By

Published : Apr 30, 2020, 7:53 AM IST

মুম্বই : ফের হাসপাতালে ভরতি ঋষি কাপুর । শরীরে অস্বস্তি হওয়ায় গতকাল সকালে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের একটি হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর বলেন, "ঋষিকে হাসপাতালে ভরতি করার খবর একেবারেই সঠিক । ওর শরীর ভালো লাগছিল না আর কিছু সমস্যাও হচ্ছিল । সেই জন্য তাড়াতাড়ি তাকে হাসপাতালে ভরতি করা হয় । এই মুহূর্তে নিতু ওর পাশে আছে । আমি জানি সব ঠিক হয়ে যাবে ।"

টুইটারে যথেষ্ট সক্রিয় ঋষি কাপুর । প্রায় প্রতিদিনই কোনও না কোনও টুইট করেন । কিন্তু, 2 এপ্রিলের পর আর কোনও টুইট করেননি তিনি । এরপরই তাঁর হাসপাতালে ভরতি হওয়ার খবর সামনে আসে ।

2018 সালে ক্যানসারে আক্রান্ত হন ঋষি । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019 সালের সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি । বছরের শুরুর দিকে দিল্লিতে ছিলেন । ফেব্রুয়ারির শুরুতে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন । বেশ কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।

তখনও পাশে পেয়েছিলেন স্ত্রী নীতুকে । শোনা গিয়েছিল, সেই সময় আলিয়া ভাটকে নিয়ে মুম্বই থেকে বাবাকে দেখতে যান রণবীর কাপুরও ।

দিল্লি থেকে মুম্বই ফেরার পর জ্বর নিয়ে ফের হাসপাতালে ভরতি হন ঋষি । তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন এই বর্ষীয়ান অভিনেতা ।

ABOUT THE AUTHOR

...view details