পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতাল থেকে মুম্বইয়ের বাড়িতে ফিরলেন ঋষি - ঋষি কাপুরির খবর

দিল্লির হাসপাতাল থেকে মুম্বইয়ের বাড়ি ফিরলেন ঋষি কাপুর । সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজের সুস্থতার কথা জানালেন অভিনেতা ।

Rishi Kapoor heath update
Rishi Kapoor heath update

By

Published : Feb 4, 2020, 12:23 PM IST

মুম্বই : গত সপ্তাহান্তে খবর এসেছিল যে, দিল্লিতে শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঋষি কাপুর । তাঁর স্বাস্থ্য সম্পর্কে অনেক থিয়োরি তৈরি হয় এই ক'দিন । তবে আজ সুস্থ হয়ে মুম্বইতে নিজের বাড়ি ফিরে ঋষি জানালেন আসলে কী হয়েছিল তাঁর..

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে ঋষি লিখেছেন, "পরিবার, বন্ধুবান্ধব, শত্রু ও অনুরাগীরা, আমার স্বাস্থ্য নিয়ে আপনাদের সচেতনতা আমায় মুগ্ধ করেছে । দিল্লিতে গত 18 দিন ধরে আমি শুটিং করছিলাম আর ওখানকার দূষণের কারণে আমার একটা ইনফেকশন হয়, ভরতি হতে হয় হাসপাতালে ।"

এই টুইটটি কন্টিনিউ করেই ঋষি লিখেছেন, "আমার একটু জ্বর হয় এবং তা পরীক্ষা করে ডাক্তার এস. জানান যে, সামান্য নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে । ধরা পরার পর আমার চিকিৎসা হয় এবং আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই ।"

তবে তাঁর স্বাস্থ্য নিয়ে যে সমস্ত থিয়োরি রটেছে এই ক'দিন ধরে, সেগুলো অনেকটাই আলাদা ছিল আর তাই একটু হলেও অসন্তুষ্ট ঋষি । লিখেছেন, "মানুষ যেটা আন্দাজ করেছিলেন, সেটা অনেকটাই আলাদা ছিল । সেই সমস্ত গল্প কথা আমি দূরে সরিয়ে রেখেছি ।"

ঋষি কাপুর আপাতত হাত মিলিয়েছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে, হলিউডের হিট ছবি 'দ্য ইনটার্ন'-এর জন্য ।

ABOUT THE AUTHOR

...view details