মুম্বই : কোথাও কোনও সেলেব্রিটিদের দেখলেই পাপারাৎজ়িরা তৎপর হয়ে পড়েন। কিন্তু, কখনও কখনও সেই তৎপরতা সীমা ছাড়িয়ে যায়। মাঝেমাঝেই তাই সেলেব্রিটিরা রেগে যান পাপারাৎজ়িদের উপর। এবার রেগে গেলেন ঋষি কাপুর। একতা কাপুরের দিওয়ালি পার্টিতে এসে তিনি পাপারাৎজ়িদের উদ্দেশে বললেন, "চিৎকার কোরো না"।
একবার নয়, দু' দু'বার কড়া ভাবে এই কথা বললেন ঋষি। তারপর শান্তভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন তিনি। বললেন, "আমাদের একটা সম্মান বজায় রাখতে হয়। লোক যেন এমন না ভাবে যে, ফিল্মের লোক এসে শোরগোল করছে। ছবি তোলো, নিজের কাজ কর, কিন্তু, বেশি আওয়াজ কোরো না।"