পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"চিৎকার কোরো না", পাপারাৎজ়িদের উদ্দেশে বিস্ফোরক ঋষি - একতা কাপুরের পার্টিতে ঋষি কাপুর

একতা কাপুরের দিওয়ালিতে পার্টিতে এসে পাপারাৎজ়িদের উপর রেগে গেলেন ঋষি কাপুর। কড়া ভাষায় বললেন, "চিৎকার কোরো না"।

Rishi Kapoor in Ekta Kapoor's diwali bash

By

Published : Oct 28, 2019, 4:46 PM IST

মুম্বই : কোথাও কোনও সেলেব্রিটিদের দেখলেই পাপারাৎজ়িরা তৎপর হয়ে পড়েন। কিন্তু, কখনও কখনও সেই তৎপরতা সীমা ছাড়িয়ে যায়। মাঝেমাঝেই তাই সেলেব্রিটিরা রেগে যান পাপারাৎজ়িদের উপর। এবার রেগে গেলেন ঋষি কাপুর। একতা কাপুরের দিওয়ালি পার্টিতে এসে তিনি পাপারাৎজ়িদের উদ্দেশে বললেন, "চিৎকার কোরো না"।

একবার নয়, দু' দু'বার কড়া ভাবে এই কথা বললেন ঋষি। তারপর শান্তভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন তিনি। বললেন, "আমাদের একটা সম্মান বজায় রাখতে হয়। লোক যেন এমন না ভাবে যে, ফিল্মের লোক এসে শোরগোল করছে। ছবি তোলো, নিজের কাজ কর, কিন্তু, বেশি আওয়াজ কোরো না।"

এরপর এক ব্যান্ডওয়ালা ঋষি কাপুরকে প্রশ্ন করেন, তিনি ব্যান্ড বাজাতে পারবেন কিনা। ঋষি কাপুর বলেন যে, "হ্যাঁ হ্যাঁ ওটা আপনার কাজ।" বর্ষীয়ান অভিনেতা এটাও স্বীকার করেন যে, "পাপারাৎজ়িদের ছাড়া আমরা কেউ নই, আবার আমাদের ছাড়া পাপারাৎজ়িরাও কেউ নয়।"

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details