মুম্বই : একটি সিনেমায় তাঁর চরিত্রটি কতক্ষণ দেখানো হচ্ছে তা নিয়ে চিন্তিত নন তিনি । তবে শুধুমাত্র হিরো বা হিরোইনের বাবার চরিত্রে অভিনয় করতে চান না ঋষি কাপুর । এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ।
এর আগে 'মুল্ক' ও 'কাপুর অ্যান্ড সন্স' ছবিতে অভিনয় করেছেন ঋষি । এখন তিনি এমন চরিত্রে কাজ করতে চান যা স্টোরিলাইনের উপর প্রভাব ফেলবে । সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার কাজকে ভালোবাসি । ছবিতে চরিত্রটি কতক্ষণ দেখানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় । কিন্তু, আমি ওই হিরো বা হিরোইনের বাবার চরিত্রে অভিনয় করতে চাই না । আগে সেগুলি করতাম । এখন এমন চরিত্রে অভিনয় করতে চাই যার গল্পের মধ্যে কিছু অবদান থাকবে । একজন হিরো থাকুক তারপরও যদি ছবিতে কোনও গুরুত্বপূর্ণ চরিত্র থাকে তাতে অভিনয় করতে চাই ।"