পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত ঋষি কাপুর - rishi kapoor dies

rishi
rishi

By

Published : Apr 30, 2020, 9:43 AM IST

Updated : Apr 30, 2020, 11:32 AM IST

09:40 April 30

মুম্বই : দীর্ঘদিন লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে । মাঝে সুস্থ হয়ে অভিনয়ে ফিরেও এসেছিলেন । মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন । আর এবার একেবারেই হেরে গেলেন তিনি । 67 বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর ।  

গতকাল সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । সঙ্গে সঙ্গে মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তাঁর দাদা রণধীর বলেছিলেন, "ঋষিকে হাসপাতালে ভরতি করার খবর একেবারেই সঠিক । ওঁর শরীর ভালো লাগছিল না আর কিছু সমস্যাও হচ্ছিল । সেই জন্য তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । আমি জানি সব ঠিক হয়ে যাবে ।" আর আজ সকালে ওই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর । টুইটারে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন অমিতাভ বচ্চন ।  

2018-য় ক্যানসারে আক্রান্ত হন ঋষি । নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলছিল । 2019-এর সেপ্টেম্বরে সুস্থ হয়ে দেশে ফেরেন । কিন্তু, দেশে ফেরার পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি । এই বছরের শুরুর দিকে দিল্লিতে ছিলেন । ফেব্রুয়ারির শুরুতে অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । বেশ কয়েকদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি । তখন তাঁর পাশে ছিলেন স্ত্রী নীতু ।  

এরপর দিল্লি থেকে মুম্বই ফিরে ফের অসুস্থ হন । জ্বর হওয়ায় তাঁকে ভরতি করা হয়  হাসপাতালে । তবে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।    

ছোটোবেলা থেকেই অভিনয় হাতেখড়ি ঋষি কাপুরের । 'মেরা নাম জোকার'-এ অভিনয়ের জন্য বেস্ট চাইল্ড আর্টিস্টের পুরস্কার পেয়েছিলেন । তার তিন বছর পর 'ববি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি । এরপর একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে । 

Last Updated : Apr 30, 2020, 11:32 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details