মুম্বই : তিনটি কৃষি আইনের প্রতিবাদে কয়েকমাস ধরেই আন্দোলন করছেন কৃষকরা । দিল্লির একাধিক সীমান্ত এলাকায় চলছে আন্দোলন । এই আন্দোলনকে সমর্থন করেছেন একাধিক তারকা । তবে আন্দোলন শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই । দেশের গন্ডি পেরিয়ে আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন । আর এবার এই আন্দোলনকে সমর্থন করলেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা ও পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ । এরপরই রিহানাকে 'বোকা' বলেন কঙ্গনা রানাওয়াত । আন্দোলনকে সমর্থন করার জন্য গ্রেটাকেও জবাব দিয়েছেন তিনি ।
সম্প্রতি টুইটারে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পোস্ট করেন রিহানা । যেখানে লেখা রয়েছে, দিল্লির বিভিন্ন জায়গাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া ও কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের কথা । আর তার ক্যাপশনে রিহানা লেখেন, "কেন আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলছি না ? #কৃষকআন্দোলন"। রিহানা এই টুইট করার পরই তা শেয়ার করতে শুরু করেন নেটিজ়েনরা । কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর ওই পোস্ট ।