পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কৃষক আন্দোলনকে সমর্থন করায় রিহানাকে 'বোকা' বললেন কঙ্গনা - Rihanna tweets about farmers protest

কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করেছিলেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা ও পরিবেশপ্রেমী গ্রেটা থুনবার্গ । এরপরই রিহানা ও গ্রেটাকে কড়া জবাব দেন কঙ্গনা ।

asd
asd

By

Published : Feb 3, 2021, 4:06 PM IST

মুম্বই : তিনটি কৃষি আইনের প্রতিবাদে কয়েকমাস ধরেই আন্দোলন করছেন কৃষকরা । দিল্লির একাধিক সীমান্ত এলাকায় চলছে আন্দোলন । এই আন্দোলনকে সমর্থন করেছেন একাধিক তারকা । তবে আন্দোলন শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই । দেশের গন্ডি পেরিয়ে আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন । আর এবার এই আন্দোলনকে সমর্থন করলেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা ও পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ । এরপরই রিহানাকে 'বোকা' বলেন কঙ্গনা রানাওয়াত । আন্দোলনকে সমর্থন করার জন্য গ্রেটাকেও জবাব দিয়েছেন তিনি ।

সম্প্রতি টুইটারে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পোস্ট করেন রিহানা । যেখানে লেখা রয়েছে, দিল্লির বিভিন্ন জায়গাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া ও কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের কথা । আর তার ক্যাপশনে রিহানা লেখেন, "কেন আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলছি না ? #কৃষকআন্দোলন"। রিহানা এই টুইট করার পরই তা শেয়ার করতে শুরু করেন নেটিজ়েনরা । কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাঁর ওই পোস্ট ।

বিষয়টি কঙ্গনার নজর এড়ায়নি । আর ওই টুইট দেখার পরই তা নিয়ে রিহানাকে 'বোকা' বলেন তিনি । টুইটারে লেখেন, "কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওরা সন্ত্রাসবাদী যারা দেশ ভাগ করতে চাইছে । যাতে টুকরো হয়ে যাওয়া আমাদের দেশে নিয়ন্ত্রণ করতে পারে চিন এবং সেখানে চিনা উপনিবেশ তৈরি করতে পারে । যেমন আমেরিকায় হয়েছে ।" এরপর তিনি আরও লেখেন, "বোকা, তুমি চুপ করে বসো । তোমাদের মতো আমরা দেশ বিক্রি করছি না ।"

গ্রেটা থুনবার্গের টুইট
কঙ্গনার টুইট

রিহানার পাশাপাশি টুইটারে কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা লেখেন, "আমরা ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি ।" আর এই টুইট দেখার পরই তাঁকেও জবাব দেন কঙ্গনা । লেখেন, "আমাদের এই ঠাকুমার মতো সত্যিকারের পরিবেশপ্রেমীকে নিয়ে কোনও সমাজকর্মী কথা বলবে না...কিন্তু তারা গ্রেটা থুনবার্গের মতো একজনকে তোল্লাই দেবে যাকে বামেরা ব্যবহার করে আর তার পরিবর্তে তাকে স্কুলে যেতে হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details