পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মাকে পোষ্য উপহার ঋধিমার - Riddhima gift to mom

সম্প্রতি সেই পোষ্যকে আদর করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু । সেখানে নীতুর কাঁধে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছে ডুডুলকে ।

asd
asd

By

Published : Jun 18, 2020, 2:18 PM IST

মুম্বই : নতুন সদস্য এল নীতু কাপুরের পরিবারে । তবে এই সদস্য আসলে অভিনেত্রীর চারপেয়ে পোষ্য । আর নাম রেখেছেন 'ডুডুল'।

30 এপ্রিল ক্যানসারের কাছে হার মেনে প্রয়াত হন ঋষি কাপুর । তারপর কেটে গিয়েছে বেশ অনেকগুলো দিন । কিন্তু, এখনও স্বামীর চলে যাওয়া মেনে নিতে পারেননি নীতু । আজও একলা ঘরে মন খারাপ হয় তাঁর । তাই মায়ের দুঃখ কমাতেই হয়তো তাঁকে একটি পোষ্য উপহার দিলেন ঋধিমা ।

সম্প্রতি সেই পোষ্যকে আদর করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু । সেখানে নীতুর কাঁধে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গিয়েছে ডুডুলকে । পোষ্যকে যে তাঁর খুবই পছন্দ হয়েছে তা অবশ্য অভিনেত্রীর পোস্ট থেকেই স্পষ্ট ।

এরপর মায়ের ওই ছবির সঙ্গে ডুডুলের সঙ্গে তোলা নিজের ছবির একটি কোলাজ বানিয়ে তা পোস্ট করেন ঋধিমা । ছবির ক্যাপশনে লেখেন, "আমরা ডুডুলকে বাড়িতে স্বাগত জানিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details