মুম্বই : নতুন সদস্য এল নীতু কাপুরের পরিবারে । তবে এই সদস্য আসলে অভিনেত্রীর চারপেয়ে পোষ্য । আর নাম রেখেছেন 'ডুডুল'।
30 এপ্রিল ক্যানসারের কাছে হার মেনে প্রয়াত হন ঋষি কাপুর । তারপর কেটে গিয়েছে বেশ অনেকগুলো দিন । কিন্তু, এখনও স্বামীর চলে যাওয়া মেনে নিতে পারেননি নীতু । আজও একলা ঘরে মন খারাপ হয় তাঁর । তাই মায়ের দুঃখ কমাতেই হয়তো তাঁকে একটি পোষ্য উপহার দিলেন ঋধিমা ।