মুম্বই : বাবাকে মনে রাখার জন্য তাঁর ছেড়ে যাওয়া জিনিসকেই আঁকড়ে ধরে রয়েছেন মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি । বাবার পুরোনো ঘড়ি পরেই তাঁকে ফিরে দেখলেন ঋদ্ধিমা ।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেনজ ঋদ্ধিমা । তাঁর হাতে একটা বেশ দামি ঘড়ি জ্বলজ্বল করছে ।
সেটি যে ঋষি কাপুরের, তা বোঝা গেল ঋদ্ধিমার ক্যাপশনে । তিনি লিখেছেন, "আমার বাবা সবসময় আমার সঙ্গে আছে । #dadswatch.#dadsblessing"
দেখে নিন তাঁর পোস্ট...
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে 30 এপ্রিল মুম্বইতে শেষ নিশ্বাস ত্যাগ করেন । তখন ঋদ্ধিমা ছিলেন দিল্লিতে । লকডাউনের মধ্যে বিশেষ পারমিশন করিয়ে সড়কপথে মুম্বই আসেন তিনি । শেষ দেখা আর হয় না..