মুম্বই : গাছপালা নিয়ে থাকতে খুবই পছন্দ করেন রিচা চাড্ডা । আর সেই কারণে নিজের বাড়িতে কয়েক বছর ধরে একটা বাগান তৈরি করে ফেলেছেন । জৈব উপায়ে সেখানে ফুল, ফলের চাষ করছেন তিনি ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । লকডাউনের মধ্যে বন্ধ করে দেওয়া হয় সিনেমার শুটিং । ফলে এখন গৃহবন্দী অবস্থাতেই দিন কাটছে সবার । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । কেউ ঘর পরিষ্কার করছেন, তো কেউ বাসন মাজছেন । আবার কেউ জমিয়ে রান্না করছেন । একই অবস্থা রিচার । এখন পুরোপুরি গৃহবন্দী তিনি । তবে তিনি যেহেতু বাগান করতে ভালোবাসেন তাই লকডাউন জারির পরই নিজের বাগানেই বেশি সময় কাটাতে শুরু করেন রিচা । তিনি মনে করেন এই কঠিন পরিস্থিতির মধ্যে গাছপালা লাগানো, বাগান করা একটা থেরাপির মতো কাজ করে ।