পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে বাগান নিয়েই ব্যস্ত রিচা - richa on garden

লকডাউনের মধ্যে গাছপালা ও বাগান নিয়েই ব্যস্ত রয়েছেন রিচা । তিনি মনে করেন এই কঠিন পরিস্থিতির মধ্যে গাছপালা লাগানো, বাগান করা একটা থেরাপির মতো কাজ করে ।

sfd
sdf

By

Published : May 12, 2020, 8:12 AM IST

মুম্বই : গাছপালা নিয়ে থাকতে খুবই পছন্দ করেন রিচা চাড্ডা । আর সেই কারণে নিজের বাড়িতে কয়েক বছর ধরে একটা বাগান তৈরি করে ফেলেছেন । জৈব উপায়ে সেখানে ফুল, ফলের চাষ করছেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । লকডাউনের মধ্যে বন্ধ করে দেওয়া হয় সিনেমার শুটিং । ফলে এখন গৃহবন্দী অবস্থাতেই দিন কাটছে সবার । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তাঁদের । কেউ ঘর পরিষ্কার করছেন, তো কেউ বাসন মাজছেন । আবার কেউ জমিয়ে রান্না করছেন । একই অবস্থা রিচার । এখন পুরোপুরি গৃহবন্দী তিনি । তবে তিনি যেহেতু বাগান করতে ভালোবাসেন তাই লকডাউন জারির পরই নিজের বাগানেই বেশি সময় কাটাতে শুরু করেন রিচা । তিনি মনে করেন এই কঠিন পরিস্থিতির মধ্যে গাছপালা লাগানো, বাগান করা একটা থেরাপির মতো কাজ করে ।

বাগান সম্পর্কে রিচা বলেন, "আমি প্রকৃতিকে খুবই ভালোবাসি । গার্ডেনিং সম্পর্কে সব সময়ই আমি জ্ঞান অর্জন করতে চেয়েছি । আর এখন লকডাউনের মধ্যে মালিও আসছে না । তাই এই সময় নিজের খাবার তৈরি করার ক্ষেত্রে আরও পারদর্শী হয়ে উঠেছি ।"

তিনি আরও বলেন, "প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে গার্ডেনিংয়ের ক্ষেত্রেও বেশ উন্নতি হয়েছে । পরিস্থিতি ঠিক হওয়ার পর আমি বাগানটিকে আরও সুন্দরভাবে তৈরি করতে চাই । তবে এখন আমার বাগানে অ্যালোভেরা, পিঁয়াজ কলি, লঙ্কা, লেবু, পেয়ারা, বেদানা হচ্ছে । এছাড়াও রয়েছে ধনেপাতা, তুলসি, কারিপাতা, পুদিনাপাতা সহ বেশ কিছু ফুলের গাছ ।"

বাগানের পাশাপাশি লকডাউনের মধ্যে বাড়িতে থেকে কিছু সৃজনশীল কাজও করছেন রিচা । হাতে এখন অনেক সময় থাকায় নতুন একটা স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন তিনি । পাশাপাশি কখনও কখনও রান্নাও করছেন এই অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details