পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটে ফিরলেন রিচা - রিচা চড্ডার খবর

লকডাউন শিথিল হতেই একটা শর্ট ফিল্ম শুট করে ফেললেন রিচা চড্ডা । ফিল্মের নাম '55kms/sec' ।

richa chadda resumes shoot
richa chadda resumes shoot

By

Published : Jul 20, 2020, 9:45 PM IST

মুম্বই : লকডাউন শিথিল হতেই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে স্টুডিয়োপাড়া । নিউ নর্মাল লাইফস্টাইলকে গ্রহণ করেই সবাই কাজ ফিরছেন । বাদ নেই রিচা চড্ডাও । এর মধ্যেই তিনি একটি শর্টফিল্ম শুট করে ফেলেছেন ।

আরতি কাদব পরিচালিত '55kms/sec' নামে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন রিচা । না, তবে শুটিং ফ্লোরে গিয় নয়, ভার্চুয়াল সেট বানিয়ে । এই প্রসঙ্গে পরিচালক কথা বললেন IANS-এর সঙ্গে ।

বললেন, "আমরা এখন নিউ নর্মালের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি । আর এসবের মধ্যে একটু মজা করতে এই শর্টফিল্ম শুট করে ফেলেছি । আমরা নিজেদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এই শর্টফিল্ম তৈরি করেছি । ভার্চুয়াল সেট তৈরি করে কাজ করেছি ।"

.

রিচা বললেন, "আরতি এক ইঞ্জিনিয়ার-টার্নড-ফিল্মমেকার । কল্পবিজ্ঞান নিয়ে ওঁর একটা দারুণ ভিশন আছে । একই সঙ্গে আরতি মানবিক সম্পর্কগুলোও সুন্দর করে ফোটাতে পারে ।"

রিচা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অভিনেতা মৃণাল দত্তকে । তাঁর সঙ্গে কাজ করতে পেরেও খুশি অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details