পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বইয়ে ডুবে রিচা - রিচা চড্ডার খবর

বইয়ের পোকা রিচা চড্ডা । আরও একবার সেটা প্রমাণ করলেন অভিনেত্রী ।

Richa chadda reading books
Richa chadda reading books

By

Published : Jun 25, 2020, 9:49 PM IST

মুম্বই : লকডাউনে একটা অভ্যেসকে ফিরে পেয়েছেন রিচা চড্ডা । সেটা হল বই পড়ার অভ্যেস । আর সেটাকে বেশ সেলিব্রেট করছেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন রিচা । একমনে বই পড়ছেন তিনি । আলোছায়া মাখা সেই ছবিতে যেন এক অন্য রিচা ধরা পড়লেন, গ্ল্যামার, মেকআপ, চাকচিক্য থেকে অনেক দূর ।

ক্যাপশনে রিচা লিখেছেন, "আবারও পড়ছি । মনে হচ্ছে যেন নতুন..." 'দ্য এসেনশিয়াল রুমি' বইটিতে ডুবে তিনি ।

কোনওদিনই কমার্শিয়াল মশলাদার ছবিতে অভিনয় করেন না রিচা । তাঁর ছবিতে কোনও একটা সিরিয়াস বার্তা থাকে, অনেকগুলো স্তর থাকে । তাঁর ছবি মনে থেকে যায় ।

খুব সম্প্রতি 'গ্যাংস অফ ওয়সেপুর পার্ট 1'-এর আট বছর পূর্ণ হয়েছে । সেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রিচা । ছবির অন্যান্য সদস্যদের মতো রিচাও সেলিব্রেট করেছেন এই বিখ্যাত ছবির বিশেষ দিনটি ।

ABOUT THE AUTHOR

...view details