পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দলিতের হাতে ঝাঁটা কেন ? ক্ষমা চাইলেন রিচা - richa chadda trolled

দলিতদের হয়ে কথা বলতে গিয়ে কি দলিতদেরই অপমান করে ফেললেন রিচা চড্ডা ? উত্তর যা-ই হোক না কেন, ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী ।

richa chadda broom stick
richa chadda broom stick

By

Published : Jan 15, 2021, 8:02 PM IST

Updated : Jan 15, 2021, 8:15 PM IST

মুম্বই : ম্যাডাম চিফ মিনিস্টার- ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রিচা চড্ডা । ছবিটি দলিত সমাজের হয়ে কথা বলবে । সমাজের অবহেলিত, অত্যাচারিত মানুষগুলোর লড়াইয়ের কথা বলবে । তবে সেই দলিতদেরই অপমানের অভিযোগ তোলা হল ছবিটির বিরুদ্ধে ।

ম্যাডাম চিফ মিনিস্টার-এর পোস্টারে ঝাঁটা হাতে দেখা গেছে রিচাকে । আর সেখানেই আপত্তি নেটিজেনদের । তাদের বক্তব্য যে, দলিত মানেই তার হাতে ঝাঁটা থাকবে কেন ? দলিত সম্প্রদায়ের মানুষ কি সাধারণ পোশাকে থাকতে পারে না ?

দলিতদের হয়ে কথা বলতে গিয়ে কোথাও একটা চেনা ছকেই আটকে রাখা হচ্ছে তাদের, অভিযোগ নেটিজেনদের । যদিও এই পোস্টারের দায় পুরো টিমের, তবুও নিজেই সামনে এসে ক্ষমা চেয়ে নিয়েছেন রিচা ।

তিনি জানিয়েছেন যে, বিষয়টির গুরুত্ব বোঝার পরই ভুল শুধরে নেওয়া হয়েছে । কাউকে অপমান করা বা মানসিকভাবে আঘাত করার কোনও উদ্দেশ্যই ছিল না রিচাদের । প্রযোজনা সংস্থার তরফ থেকে ইতিমধ্য়ে মুক্তি পেয়েছে ছবির নতুন পোস্টার...

Last Updated : Jan 15, 2021, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details