মুম্বই : সাইবার ক্রাইম আর অনলাইন ট্রোলিংয়ে বিধ্বস্ত হয়ে অনেক সেলেবরাই নিজের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন, কমেন্ট বক্স বন্ধ করে রাখছেন । কিন্তু রিচার কারণটা একেবারেই ব্যক্তিগত । কী সেই কারণ ?
কিছু জরুরি কাজ রয়েছে রিচার, যেগুলো করার জন্য বেশ কিছুটা সময় লাগবে অভিনেত্রীর । আর সোশাল মিডিয়ায় অনেকটা সময় ব্যয় হয়ে যায় তাঁর । তাই অ্যাকাউন্ট প্রাইভেট করে সময় বাঁচানোর চেষ্টা করছেন রিচা ।