পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'প্রাইভেট' রিচা - রিচা চড্ডার খবর

নিজের টুইটার অ্যাকাউন্টকে প্রাইভেট করে দিলেন রিচা চড্ডা । কিন্তু কেন এই সিদ্ধান্ত ?

Richa chadda private twitter
Richa chadda private twitter

By

Published : Jul 25, 2020, 7:36 PM IST

মুম্বই : সাইবার ক্রাইম আর অনলাইন ট্রোলিংয়ে বিধ্বস্ত হয়ে অনেক সেলেবরাই নিজের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন, কমেন্ট বক্স বন্ধ করে রাখছেন । কিন্তু রিচার কারণটা একেবারেই ব্যক্তিগত । কী সেই কারণ ?

কিছু জরুরি কাজ রয়েছে রিচার, যেগুলো করার জন্য বেশ কিছুটা সময় লাগবে অভিনেত্রীর । আর সোশাল মিডিয়ায় অনেকটা সময় ব্যয় হয়ে যায় তাঁর । তাই অ্যাকাউন্ট প্রাইভেট করে সময় বাঁচানোর চেষ্টা করছেন রিচা ।

টুইটারের মাধ্যমেই এই খবর জানিয়েছেন সবাইকে । লিখেছেন, "আমি আমার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে দিচ্ছি । এই প্ল্যাটফর্ম টক্সিক বলে নয় (দুনিয়াটাই টক্সিক, কী করা যাবে ?)"

তাহলে ? রিচা জানিয়েছেন, "আমার কিছু ডেডলাইন আছে, যেগুলো পূরণ করতে হবে । তাই বিনা কারণে সোশাল মিডিয়ায় স্ক্রল করতে থাকলে অনেকটা সময় চলে যায়.." সেই জন্যই তাঁর এই সিদ্ধান্ত ।

এখন রিচার প্রোফাইল খুললে এই দৃশ্যই দেখা যাবে...

.

ABOUT THE AUTHOR

...view details