পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বেস্ট ট্র্যাভেল পার্টনার' গুড্ডুর সঙ্গে রিচা - রিচা চড্ডা মিশর

রিচা চড্ডার সেরা ট্র্যাভেল পার্টনার কে জানেন ? গুড্ডু পন্ডিত । 'মির্জ়াপুর'-এর গুড্ডু পন্ডিত কি শুধু বন্দুকই চালাতে পারে ? সে বেড়াতে যাওয়ার এক আদর্শ সঙ্গী । জানালেন রিচা চড্ডা ।

Richa Chadda with Ali Fazal
Richa Chadda with Ali Fazal

By

Published : Nov 6, 2020, 11:51 AM IST

মুম্বই : আলি ফজলের সঙ্গে মিশর বেড়াতে গেছেন রিচা চড্ডা । সেখান থেকে দারুণ সব ছবি পোস্ট করছেন তাঁরা । একে অপরের সঙ্গে ভীষণ সুন্দর সময় কাটাচ্ছেন রিচা-আলি ।

'এল গৌনা ফিল্ম ফেস্টিভাল'-এ আমন্ত্রিত ছিলেন দুই অভিনেতা । সেই কাজ সারা হয়ে গেলে একটু সময় বের করে মিশরটা ঘুরে নিচ্ছেন তাঁরা । ঘোরার সময় তো খুব একটা পাওয়া যায় না । তাই অবসরের আনন্দ চুটিয়ে উপভোগ করছেন রিচা আর আলি ।

মিশরের ধুধু বালুরাশি ও পিরামিডে ঘেরা অঞ্চল থেকে একটি ছবি শেয়ার করেছেন রিচা । 'মির্জ়াপুর'-এর প্রসঙ্গে টেনে লিখেছেন ক্যাপশন ।

রিচা লিখেছেন, "যদি ভাবেন যে গুড্ডু শুধু বন্দুক চালাতে পারে, তাহলে আপনারা খুব বোকা । সে এক দারুণ ট্র্যাভেল পার্টনার ।" অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন আলি, প্রতিকূল পরিস্থিতিতেও হাসি মুখে সামলান সবকিছু, স্থানীয় খাবার ট্রাই করতে ভালোবাসেন, ব্যাগপ্যাকে নিজেই অনেক জিনিসপত্র ক্যারি করেন....তাই খুব খুশি রিচা । তাঁকে দায়িত্ব কমে যায় তো !

দেখে নিন রিচার পোস্ট..

প্রসঙ্গত, 'মির্জ়াপুর' ওয়েব সিরিজ়ে আলির চরিত্রের নাম গুড্ডু । মনের দিক থেকে ভালো হলেও পরিস্থিতি তাকে বদলে দিয়েছে । প্রতিশোধের স্পৃহা পেয়ে বসেছে তাঁকে । তাই বন্দুক দিয়ে সব কথা সারেন তিনি । দারুণ জনপ্রিয় এই ওয়েব সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আলি ।

ABOUT THE AUTHOR

...view details