পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিল্পীরা তো ভালোবাসার কথা বলেন, কেন বয়কট তাঁদের? - বলিউড স্টার

প্রশ্ন তুলেছেন রিচা চড্ডা। 'সেকশন ৩৭৫'-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে অভিনেত্রী বললেন, কোনও সামাজিক বা রাজনৈতিক বিক্ষোভ তৈরি হলে সবার প্রথমে শিল্পীদেরই বয়কট করা হয়। কী এর কারণ?

রিচা চড্ডা

By

Published : Aug 13, 2019, 10:31 PM IST

মুম্বই : 'সেকশন ৩৭৫' ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় খান্না ও রিচা চড্ডা। অজয় বহল পরিচালিত এই ছবিতে IPC-র ৩৭৫ ধারার অন্ধকার দিকটিতে আলোকপাত করা হয়েছে, যেখানে মেয়েদের সুরক্ষার জন্য তৈরি এই ধারার অপব্যবহার করছে এক নারী।

সেকশন ৩৭৫-এর পোস্টার...

ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে রিচাকে প্রশ্ন করা হয় পাকিস্তানি শিল্পীদের বয়কট করা প্রসঙ্গে। উত্তরে রিচা বলেন, "শিল্পীরা তো ভালোবাসার কথা বলে, শান্তির কথা বলে। তারাই তো বন্ধুত্ব তৈরি করতে পারে। তাঁদের বয়কট করার পিছনে নিশ্চয়ই অন্য কারণ থাকে।"

যাদের মনে অন্ধকার, তারাই এই জাতীয় সামাজিক দাঙ্গা বা বিক্ষোভ তৈরি করে। মধ্যিখান থেকে শিল্পীরা, যাঁরা গান গায় বা ছবি বানায়, তাঁদেরই হেনস্থার মুখোমুখি হতে হয়, মত রিচার।

শুনে নিন রিচার বক্তব্য...

শুনে নিন রিচার বক্তব্য...

ABOUT THE AUTHOR

...view details