ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শাড়ি না লুঙ্গি ? এ কী পরলেন রিচা ! - রিচা চড্ডার সোশাল মিডিয়া

শাড়ি পরেছেন না লুঙ্গি বোঝা দায় । রিচা চড্ডার নতুন পোশাকে ফিউশনের ছোঁয়া ।

richa chadda saree
richa chadda saree
author img

By

Published : Nov 1, 2020, 9:01 AM IST

মুম্বই : সমুদ্র সৈকতে রঙচঙে পোশাকে দাঁড়িয়ে রিচা চড্ডা । তবে সেই পোশাকটা যে কী তা বোঝা যাবে না । কখনও মনে হবে শাড়ি কখনও মনে হবে লুঙ্গি । হ্যাঁ, এমনই ফিউশন পোশাক বেছে নিলেন অভিনেত্রী ।

তবে স্মার্ট রিচাকে সব পোশাকেই ভালো লাগে । এই পোশাকও ব্যতিক্রম নয় । শাড়িটাকেই লুঙ্গির মতো করে পরা হয়েছে এখানে । হালকা রুপোর গয়না আর মেকআপে একেবারে অন্যরকম লাগছে অভিনেত্রীকে ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "একটু এথনিক, একটু রঙচঙে কিছু পরতে চেয়েছিলাম । এই রেড সি-র বিপরীতে দাঁড়িয়ে এভাবে শাড়ি (সঙ্গে লুঙ্গি) পরাটা দারুণভাবে কাজে লেগে গেল । একদম পারফেক্ট যেন ।"

ইজিপ্সিয়ান এক প্রেসকে ইন্টারভিউ দেবেন রিচা । সঙ্গে থাকবেন তাঁর বয়ফ্রেন্ড আলি ফজল । তাই জন্যই এই পোশাক অভিনেত্রীর । আলির সাজটা দেখা যায়নি যদিও ।

দেখে নিন রিচার পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details