মুম্বই : সমুদ্র সৈকতে রঙচঙে পোশাকে দাঁড়িয়ে রিচা চড্ডা । তবে সেই পোশাকটা যে কী তা বোঝা যাবে না । কখনও মনে হবে শাড়ি কখনও মনে হবে লুঙ্গি । হ্যাঁ, এমনই ফিউশন পোশাক বেছে নিলেন অভিনেত্রী ।
তবে স্মার্ট রিচাকে সব পোশাকেই ভালো লাগে । এই পোশাকও ব্যতিক্রম নয় । শাড়িটাকেই লুঙ্গির মতো করে পরা হয়েছে এখানে । হালকা রুপোর গয়না আর মেকআপে একেবারে অন্যরকম লাগছে অভিনেত্রীকে ।