পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রেজিস্ট্রি ম্যারেজের জন্য আবেদন জানালেন রিচা-আলি - আলি ফজলের খবর

রেজিস্ট্রি ম্যারেজের জন্য কোর্টে আবেদন জানালেন রিচা চড্ডা ও আলি ফজল । এপ্রিলের শেষেই সাত পাকে বাঁধা পড়তে পারেন লাভ বার্ডস ।

Richa Chadda and Ali Fazal tie knot
Richa Chadda and Ali Fazal tie knot

By

Published : Feb 28, 2020, 10:48 AM IST

মুম্বই : রিচা চড্ডা ও আলি ফজলের সম্পর্ক প্রায় চার বছরের । 2012 সালে 'ফুকরে' ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের সঙ্গে আলাপ তাঁদের । এবার সেই সম্পর্ক একটা পরিণতি পেতে চলেছে । IANS সূত্রে খবর, আসন্ন এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিচা-আলি ।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, রেজিস্ট্রি ম্যারেজের জন্য় কোর্টে আবেদন জানিয়েছেন তাঁরা । তিনি জানান, "শুধুমাত্র রেজিস্ট্রেশনের তারিখ নেওয়া হয়েছে । তিন মাসের নোটিশ দেওয়া হয়েছে ।"

লাভ বার্ডস

তিনি আরও জানান, "ওঁরা এপ্রিলের শেষ সপ্তাহে অফিশিয়াল রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে । তারপর রিসেপশন বা সেলিব্রেশন হবে । আমরা শুধু এটাই বলতে পারি যে, এটা একটি আনন্দানুষ্ঠান ও প্রত্যেকে খুব খুশি ।"

অন্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, রিচা আর আলি এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে দিনরাত প্ল্যানিংয়ে ব্যস্ত । নিয়মিত ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বসছেন তাঁরা, ভেনু থেকে মেনু সবকিছু নিয়ে চলছে দুর্দান্ত পরিকল্পনা ।

রিচা আর আলিকে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার ।

ABOUT THE AUTHOR

...view details