পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পুলিশি সুরক্ষা চান রিয়া, সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিয়ো - রিয়া চক্রবর্তীর খবর

পুলিশি সুরক্ষা চান রিয়া চক্রবর্তী । মিডিয়ার অত্যাচারে রীতিমতো জেরবার হতে হচ্ছে তাঁকে ও তাঁর পরিবারকে ।

rhea chakrabarty seeks police protection
rhea chakrabarty seeks police protection

By

Published : Aug 27, 2020, 3:17 PM IST

Updated : Aug 27, 2020, 3:48 PM IST

মুম্বই : সুশান্ত মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী এখন ভারতীয় মিডিয়ার নতুন সেনসেশন । প্রতিটি সংবাদমাধ্যমের ছত্রে ছত্রে রিয়ার কথা । তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই দেশবাসীর । আর এই কারণে ভুগতে হচ্ছে রিয়ার পরিবার সহ তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীকেও ।

তাই পুলিশি সুরক্ষা চান অভিনেত্রী । সোশাল মিডিয়ার মাধ্যমে এই আর্জি জানালেন তিনি ।

রিয়ার শেয়ার করা প্রথম ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, তাঁর বাড়ির সামনে মিডিয়া পার্সনদের ভিড় । রিয়ার বাবাকে দেখামাত্রই সবাই মিলে ছেঁকে ধরলেন বয়স্ক মানুষটিকে । প্রায় ঘাড়ে উঠে পড়ার জোগাড় ।

ভিডিয়োটি শেয়ার করে রিয়া লিখেছেন, "এটা আমার বাড়ির কম্পাউন্ডের অবস্থা । ভিডিয়োয় দেখা মানুষটি আমার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী । তিনি একটা রিটায়ার্ড আর্মি অফিসার । ED, CBI সহ সমস্ত তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে আমাদের বাড়ি থেকে বেরোতে হয় । কিন্তু, এই অবস্থায় আমাদের জীবন সংশয়ের মধ্যে রয়েছে ।"

পরের ভিডিয়োতে দেখা যাচ্ছে রিয়ার নিরাপত্তরক্ষী রামকে । তিনি নিজের বয়ানেই জানাচ্ছেন তাঁর দুর্বিসহ অভিজ্ঞতার কথা ।

রাম

রাম বলছেন, কীভাবে মিডিয়ার লোকজন তাঁর উপর আক্রমণ করছেন । দশ বছর এই বাড়িতে কাজ করেছেন রাম । কিন্তু, এমনটা তাঁর সঙ্গে কোনওদিন হয়নি । এটা কি ক্রাইম নয় ? প্রশ্ন তুলেছেন রিয়া । পুলিশি সুরক্ষার আবেদন জানিয়েছেন তিনি । যদিও দ্বিতীয় ভিডিয়োটি ডিলিট করে দিয়েছেন রিয়া ।

Last Updated : Aug 27, 2020, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details