দিল্লি : সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন । তাঁকে খুন করা হয়নি । সম্প্রতি সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করে একথা জানায় AIIMS । যদিও সেই রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যরা । তবে এই পরিস্থিতিতে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।
মাদক যোগের অভিযোগে 8 সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তাঁর গ্রেপ্তারি প্রসঙ্গে আগেও অধীরদাবি করেছিলেন, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে রিয়াকে । আর এবার হেনস্থা না করে রিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানালেন তিনি ।
টুইটারে অধীর লেখেন, "এখন AIIMS-এর ফরেনসিক দলকে অভিযুক্ত করতে পারে BJP। কারণ সুশান্ত সিং রাজপুতকে রিয়া চক্রবর্তী খুন করেছেন এই তত্ত্ব খারিজ করে দিয়েছে তারা ।"
এরপর আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "সুশান্তের মৃত্যুর জন্য আমরা দুঃখিত । কিন্তু, এক মহিলাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেই তো আর হবে না । আমি আগেও বলেছিলাম রিয়া চক্রবর্তী নিরপরাধ । হেনস্থা না করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত । তিনি আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ।"
3 অক্টোবর সুশান্তের ভিসেরা ও ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট পেশ করে AIIMS । সেই রিপোর্টের ভিত্তিতে AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান সুধীর গুপ্ত বলেন, "আমরা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছি । এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা । গলায় ফাঁস ছাড়া সুশান্তের শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তাঁর শরীর ও পোশাকে কোনও ধস্তাধস্তির চিহ্নও ছিল না । এমনকী, তাঁর পেটে বিষও পাওয়া যায়নি ।" এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই রিয়ার সমর্থনে টুইট করেন অধীর ।