মুম্বই : মৃত্যুর আগে নাকি তাঁকে 'কৃতজ্ঞতা' জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত । ডায়েরির পাতার একটি ছবি দেখিয়ে আগেই সেটা দাবি করেছিলেন তিনি । আর এবার সুশান্তের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করলেন রিয়া চক্রবর্তী । সেখানে দিদি প্রিয়াঙ্কার ব্যবহারে রিয়ার কাছে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে সুশান্তকে । ওই চ্যাটে প্রয়াত অভিনেতা লিখেছিলেন, "সিদ্ধার্থ পিঠানিকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে প্রিয়াঙ্কা দিদি ।"
তবে ওই চ্যাটে রিয়ার পরিবারের প্রশংসা করতে দেখা যায় সুশান্তকে । তিনি লিখেছিলেন, "তোমার পরিবার খুবই ভালো । সৌভিক খুবই সহানুভূতিশীল । তুমিও তাই । আমার এত পরিবর্তন শুধুমাত্র তোমার জন্যই । তুমি আমার চারপাশে থাকলে আমি এবং আমার বন্ধুরা আনন্দে থাকব এবং ভালো থাকব । তুমিই আসল রকস্টার ।" এর পরবর্তী মেসেজে তিনি লিখেছিলেন, "তুমি প্লিজ একটু হাসো । হাসলে তোমায় খুব সুন্দর দেখায় । আমি এখন ঘুমোনোর চেষ্টা করছি । জামিলার মতো একটা স্বপ্ন দেখতে চাই । অসাধারণ না সেটা ? বাই ।"
এছাড়াও দিদি প্রিয়াঙ্কাকে নিয়েও রিয়ার সঙ্গে মেসেজে কথা হয় সুশান্তের । সেখানে দিদিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি । ওই মেসেজে দিদিকে "খুব খারাপ" বলেও উল্লেখ করেন তিনি । লিখেছিলেন, "সিদ্ধার্থ পিঠানিকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছে প্রিয়াঙ্কা দিদি ।" এরপর প্রিয়াঙ্কাকে তিনি লিখেছিলেন, "তুমি যেটা করেছ, সেটা ঠিক করনি । মদ্যপানের প্রভাবে যেভাবে কাউকে হেনস্থা করলে সেটা লজ্জাজনক।"