পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

7 মাস পর প্রথম সোশাল মিডিয়া পোস্ট রিয়ার, শোরগোল নেট দুনিয়ায়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে, তা জানেন সবাই । তবে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া । সাত মাস পর এই প্রথম সোশাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেত্রী ।

Rhea Chakraborty social media
Rhea Chakraborty social media

By

Published : Mar 8, 2021, 1:16 PM IST

মুম্বই : আজ আন্তর্জাতিক নারী দিবস । ছোটো থেকে আমরা যে নারীকে দেখে বড় হই, তিনি আমাদের মা । মায়ের থেকে বড় ভরসা আর আস্থার জায়গা হয় না । তাই আজকের বিশেষ দিনে মাকে কৃতজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী ।

গত বছর থেকে রিয়া চক্রবর্তীর জীবন পালটে গেছে অনেকটা । পুরো দেশের চোখে তিনি সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত । সুপ্রিম কোর্টের আগে জনতার আদালতেই রিয়া 'দোষী' প্রমাণিত হয়ে গেছিলেন । সেই সময় কিন্তু তাঁর মা-বাবা শক্ত হয়ে মেয়েকে সামলেছেন ।

মায়ের হাত চেপে ধরে একটি ছবি শেয়ার করেছেন রিয়া । লিখেছেন, 'হ্যাপি ওমেনস' ডে টু আস । মা আর আমি...সবসময় একসঙ্গে । আমার শক্তি, আমার বিশ্বাস, আমার জোর..আমার মা ।'

রিয়ার এই পোস্ট ভাইরাল সোশাল মিডিয়ায় । সুজ়ান খান, শিবানী দান্দেকর থেকে শুরু করে অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে । দেখে নিন..

ABOUT THE AUTHOR

...view details