মুম্বই : আজ আন্তর্জাতিক নারী দিবস । ছোটো থেকে আমরা যে নারীকে দেখে বড় হই, তিনি আমাদের মা । মায়ের থেকে বড় ভরসা আর আস্থার জায়গা হয় না । তাই আজকের বিশেষ দিনে মাকে কৃতজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী ।
গত বছর থেকে রিয়া চক্রবর্তীর জীবন পালটে গেছে অনেকটা । পুরো দেশের চোখে তিনি সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত । সুপ্রিম কোর্টের আগে জনতার আদালতেই রিয়া 'দোষী' প্রমাণিত হয়ে গেছিলেন । সেই সময় কিন্তু তাঁর মা-বাবা শক্ত হয়ে মেয়েকে সামলেছেন ।