পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়ার বিরুদ্ধে যা বললেন সিং পরিবারের আইনজীবী... - রিয়া চক্রবর্তীর খবর

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং । তাঁদের আইনজীবী বিকাশ সিং কিছু বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত রিয়ার বিরুদ্ধে । বললেন, শুধুমাত্র লোকের সহানুভূতি পাওয়ার জন্যই CBI তদন্তের দাবি জানিয়েছিলেন রিয়া ।

Rhea Chakraborty seeking sympathy
Rhea Chakraborty seeking sympathy

By

Published : Aug 1, 2020, 2:37 PM IST

মুম্বই : কয়েকদিন আগে অমিত শাহের কাছে সুশান্ত মামলায় CBI তদন্তের দাবি জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী । কিন্তু, সেটা শুধুমাত্র তাঁর অভিনয় ছিল বলে দাবি বিকাশ সিংয়ের । বিকাশ সিং, যিনি সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবী ।

29 জুলাই রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে সুপ্রিম কোর্টে আপিল করেন যে, এই মামলা যাতে বিহার থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয় । যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে CBI তদন্তের দাবি জানাচ্ছেন, তিনিই আবার মুম্বই পুলিশের কাছে তদন্ত স্থানাস্তরিত করতে সুপ্রিম কোর্টের দাবি জানাচ্ছেন ? সারপ্রাইজ়ড বিকাশ ।

দেশবাসীর সিম্প্যাথি আদায় করার জন্যই রিয়া সোশাল মিডিয়ায় অভিনয় করেছিলেন, বলে দাবি বিকাশের । 5 অগাস্ট সুপ্রিম কোর্টে রিয়ার শুনানি হবে বলে শোনা যায় । আর এদিকে সুপ্রিম কোর্ট CBI-কে এই তদন্তভার দেওয়ার আর্জি খারিজ করেছে দিয়েছে ।

সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি সুশান্ত মামলায় । শুনে নিন বিকাশের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details