মুম্বই : ED-র দপ্তরে হাজিরা দেওয়ার ঠিক একদিন পর রিয়া চক্রবর্তী শেয়ার করলেন তাঁর কাছে থাকা সুশান্তের একমাত্র জিনিস । সুশান্তের ব্যবহার করা 'ছিছোড়ে' লেখা একটি জলের বোতল রয়েছে রিয়ার কাছে । শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ।
তবে শুধু এটাই নয়, রিয়ার নোটবুকে সুশান্তের হাতে লেখা একটি নোটও রয়েছে । সেটি সুশান্তের 'গ্র্যাটিটিউড লিস্ট' । রিয়া, রিয়ার ভাই শোভিক, রিয়ার বাবা ও মায়ের প্রতি সেই নোটে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুশান্ত ।