পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের কেবলমাত্র একটা জিনিসই রয়ে গেছে রিয়ার কাছে - সুশান্ত সিং রাজপুতের লেখা নোট

সুশান্ত সিং রাজপুতের একটি মাত্র জিনিসই রয়েছে রিয়ার কাছে । না কোনও লাভ লেটার বা টাকাপয়সা নয়....সুশান্তের ব্যবহার করা একটি ওয়াটার বোতল রয়ে গেছে রিয়ার কাছে । প্রেমিকের স্মৃতি বলতে এটুকুই ।

Rhea chakrabarty shares Sushant's note
Rhea chakrabarty shares Sushant's note

By

Published : Aug 8, 2020, 6:38 PM IST

মুম্বই : ED-র দপ্তরে হাজিরা দেওয়ার ঠিক একদিন পর রিয়া চক্রবর্তী শেয়ার করলেন তাঁর কাছে থাকা সুশান্তের একমাত্র জিনিস । সুশান্তের ব্যবহার করা 'ছিছোড়ে' লেখা একটি জলের বোতল রয়েছে রিয়ার কাছে । শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ।

.

তবে শুধু এটাই নয়, রিয়ার নোটবুকে সুশান্তের হাতে লেখা একটি নোটও রয়েছে । সেটি সুশান্তের 'গ্র্যাটিটিউড লিস্ট' । রিয়া, রিয়ার ভাই শোভিক, রিয়ার বাবা ও মায়ের প্রতি সেই নোটে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুশান্ত ।

রিয়ার আইনজীবী সতীশ মনেশিনডে শেয়ার করেছেন সেই 'গ্র্যাটিটিউড লিস্ট' । সেখানে সুশান্ত তাঁর পোষ্য 'ফাজ'-এর নাম লিখতেও ভোলেননি । যদিও অনেকের ধারণা যে, এই হাতের লেখা সুশান্তের নয় ।

কেউ আবার লিখেছেন যে, সাইকোলজিস্টের কাছে গেলে অনেক সময় ডাক্তার এমন সব কথা লিখতে বলেন পাতায় । এই লেখাগুলো লিখলে মনের পজ়িটিভিটি বাড়ে বলে ধারণা মনোরোগ বিশেষজ্ঞদের । সেই কারণেই হয়তো সুশান্ত লাইন করে লিখেছেন কথাগুলো ।

দেখে নিন সেই নোট...

.

ABOUT THE AUTHOR

...view details