মুম্বই, 14জুন: আজ সেই দিন যেদিন ভুবন ভরানো হাসি মুখটা হারিয়ে গিয়েছিল পৃথিবী থেকে ৷ চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর মৃত্যুতে ঝড় উঠেছিল গোটা দেশে ৷ উঠে আসে বলিউডের কালো দিক ৷ তাঁর মৃত্যু রহস্য উন্মোচনে নামে কেন্দ্রের তিনটি সংস্থা সিবিআই, ইডি, এনসিবি ৷ তবুও অধরা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ৷
প্রয়াত অভিনেতা সুশান্তের মৃত্যুর জন্য দায়ি হিসেবে বার বার অভিযোগ ওঠে তাঁর কাছের বান্ধবী রিয়ার বিরুদ্ধে ৷ এমনকি তাঁকে মাদক যোগে শ্রীঘরেও যেতে হয় ৷ বেশ কিছুদিন পর জামিনে মুক্তিও পান রিয়া ৷ বছর পার সুশান্ত মৃত্যুর সেই অভিশপ্ত দিনের ৷ তাই আজ সুশান্ত স্মরণে আবেগ প্রবন রিয়া চক্রবর্তী ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হৃদয় বিদারক পোষ্ট করলেন অভিনেত্রী ৷