পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের দিদির বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ রিয়ার - Rhea filed Police Complaint Priyanka

সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং ও এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানালেন রিয়া চক্রবর্তী । FIR দায়েরের আবেদন করেছেন তিনি ।

asd
wqe

By

Published : Sep 7, 2020, 5:52 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং ও এক চিকিৎসক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানালেন রিয়া চক্রবর্তী । FIR দায়েরের আবেদন করেছেন অভিনেত্রী । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করার অনুরোধ করেছেন তিনি ।

অভিযোগপত্রে রিয়া জানান, দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে তিনি ওষুধ লিখে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়া । আর এই কারণেই ওই চিকিৎসকের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট, 1985 অনুযায়ী FIR দায়ের করার অনুরোধ করেন অভিনেত্রী ।

রিয়ার দাবি, 8 জুন সুশান্তের বাড়ি ছাড়ার আগে অভিনেতার সঙ্গে তাঁর ঝগড়া হয় । শুধুমাত্র দিদি প্রিয়াঙ্কার পাঠানো ওষুধ খাবেন বলে রিয়াকে জানিয়ে দিয়েছিলেন সুশান্ত । এ নিয়েই দু'জনের মধ্যে মতবিরোধ তৈরি হয় । তারপরই রিয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন প্রয়াত অভিনেতা ।

এ প্রসঙ্গে রিয়ার অভিযোগ, সেই প্রেসক্রিপশনে এমন ওষুধের উল্লেখ করা ছিল যা রোগীকে না দেখে কখনওই চিকিৎসক দিতে পারেন না । এমনকী, ওষুধগুলি সহজে দেওয়াও হয় না । এদিকে 8 জুন মুম্বইয়ে ছিলেন সুশান্ত । কিন্তু, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি নাকি ওইদিন দিল্লির আরএমএল হাসপাতালের আউটডোরে দেখিয়েছিলেন । আর সেই ওষুধ খাওয়ার পাঁচদিনের মধ্যেই সুশান্তের মৃত্যু হয় বলে অভিযোগপত্রে মুম্বই পুলিশকে জানান অভিনেত্রী ।

আর এ বিষয়ে প্রিয়াঙ্কা ও চিকিৎসক সহ অন্যদের কাজ খতিয়ে দেখার জন্য মুম্বই পুলিশকে আবেদন জানান রিয়া ।

ABOUT THE AUTHOR

...view details