মুম্বই : ড্রাগ লেনেদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক । 4 সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। আর এবার গ্রেপ্তারির তালিকায় রিয়া রয়েছেন বলে কটাক্ষের সুরে সঙ্গে জানালেন তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ।
দিনকয়েক আগে রিয়ার বাবাকে জিজ্ঞাসাবাদ করে CBI । দু'দিন পরপর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে । সেই সময় অবশ্য তদন্ত নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি । তবে ছেলের গ্রেপ্তারির পরই মুখ খোলেন । গতকাল একটি বিবৃতিতে তিনি বলেন, "অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেপ্তার করেছেন । আমি নিশ্চিত যে এরপরই তালিকায় আছে আমার মেয়ে এবং তারপর কে আছে, তা আমি জানি না । আপনারা খুব সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছেন । যদিও বিচারের জন্য অবশ্য সবকিছু ন্যায়সঙ্গত । জয় হিন্দ ।"
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।