পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্তের পরিবারকে সমবেদনাটুকু জানায়নি রিয়া : সিং পরিবারের আইনজীবী - রিয়া চক্রবর্তীর খবর

সুশান্ত সিং রাজপুতের বাবা K.K. সিং একটি FIR দায়ের করেছেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে । কেসটি লড়ছেন আইনজীবী বিকাশ সিং । বিকাশের দাবি যে রিয়া নাকি সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনাটুকুও জানাননি ।

Rhea chakarabrty didi not offer condolence
Rhea chakarabrty didi not offer condolence

By

Published : Aug 24, 2020, 10:20 PM IST

মুম্বই : রিয়ার বিরুদ্ধে জোরকদমে কেস লড়ছেন বিকাশ সিং । একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি রিয়ার ব্যাপারে । সম্প্রতি IANS-কে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানালেন যে, রিয়া সুশান্তের পরিবারের সঙ্গে একটুও সহযোগিতা করছেন না ।

বিকাশ বললেন, "রিয়া তো সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনাটুকুও জানাননি । শুধু তাই নয়, যখন CBI-এর কাছে তদন্তভার গেল, তখন রিয়ার পুরো পরিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল ।"

যদিও রিয়া সোশাল মিডিয়ার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে CBI তদন্তের আবেদন জানিয়েছিলেন, তবে অনেকেরই দাবি যে রিয়া নাকি চাননি সুশান্ত মামলার তদন্ত করুক এই কেন্দ্রীয় সংস্থা । পুরোটাই তাঁর অভিনয় ছিল ।

.

মুম্বই এসে পুরোদমে তদন্ত শুরু করে দিয়েছে CBI । তারা তিনটি দলে ভাগ হয়ে গেছেন । শোনা যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি রিয়া ও তাঁর পরিবারকে সমন পাঠাবে CBI ।

ABOUT THE AUTHOR

...view details