মুম্বই : রিয়ার বিরুদ্ধে জোরকদমে কেস লড়ছেন বিকাশ সিং । একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি রিয়ার ব্যাপারে । সম্প্রতি IANS-কে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ জানালেন যে, রিয়া সুশান্তের পরিবারের সঙ্গে একটুও সহযোগিতা করছেন না ।
বিকাশ বললেন, "রিয়া তো সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারকে সমবেদনাটুকুও জানাননি । শুধু তাই নয়, যখন CBI-এর কাছে তদন্তভার গেল, তখন রিয়ার পুরো পরিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল ।"