মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে হাজারও প্রশ্ন রয়েছে । এখনও অবধি তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি । এখনও অবধি মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ প্রমাণিত হয়নি । এরই মধ্যে এল হাইকোর্টের রায় ।
সুশান্তের দুই দিদি মিতু সিং ও প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রিয়া । দিদিদের বিরুদ্ধে সুশান্তকে ভুল ওষুধ খাওয়ানোর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । আজ সেই মামলা খারিজ করল হাইকোর্ট ।
তবে প্রিয়াঙ্কার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও উড়িয়ে দেয়নি আদালত । তাই সেই মামলা আগের গতিতেই চলবে । শুধুমাত্র মিতুকে ছাড়পত্র দিয়েছে বম্বে হাইকোর্ট । হাইকোর্টের এই সিদ্ধান্তে খুশি রিয়ার আইনজীবী সতীষ মনশিন্ডে ।
আরও পড়ুন - জল্পনার উপর ভিত্তি করে সুশান্তের দিদিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিয়া : CBI
2021 সালের শুরু থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে চক্রবর্তী পরিবারের জীবন । রিয়া ও তাঁর ভাই শৌভিককে প্রায় প্রতিদিন ক্যামেরাবন্দী করা হচ্ছে পুরোনো জিমের সামনে । আগের মতো পাপারাৎজ়ি দেখলেই বিরক্তি দেখাচ্ছেন না অভিনেত্রী ।