মুম্বই : ভারতের নতুন মিডিয়া সেনসেশন রিয়া চক্রবর্তী । তাঁকে যে পরিমাণ মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে, এই মুহূর্তে তেমনটা আর কাউকেই দেওয়া হচ্ছে না । তাঁর গতিবিধি পাপারাৎজ়িদের নখদর্পণে । স্বাভাবিকভাবেই বিরক্ত অভিনেত্রী ।
সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রিয়া গাড়ির ভিতর বসে । গাড়ির কাচ তোলা, কাচের গায়ে কভার লাগানো । তারও মধ্যে দিয়ে রিয়ার ছবি তোলার চেষ্টা করছেন এক পাপারাৎজ়ি ।