পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের NCB অফিসে রিয়া, তবে আজ পরিস্থিতি অনেকটাই আলাদা - রিয়া চক্রবর্তীর খবর

গতকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো 6 ঘণ্টা জেরা করে রিয়া চক্রবর্তীকে । ফের আজ সকালেই NCB অফিসে অভিনেত্রী ।

Rhea chakrabarty reached NCB office
Rhea chakrabarty reached NCB office

By

Published : Sep 7, 2020, 10:36 AM IST

Updated : Sep 7, 2020, 2:03 PM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর NCB অফিসের সামনে রীতিমতো ধস্তাধস্তি হয় রিয়া চক্রবর্তীকে নিয়ে । অভিনেত্রীর চারিদিকে পুলিশ থাকলেও পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে যায় । গাড়ি থেকে নামার পরেই রিয়ার উপর মিডিয়ার লোকজন প্রায় হামলে পড়ে । সেই দৃশ্য দেখে শিউরে উঠেছে সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ । আজ ফের NCB অফিসে রিয়া ।

তবে আজকের পরিস্থিতিটা একেবারে আলাদা । আগে থেকেই ব্যারিকেট লাগানো হয়েছে দপ্তরের বাইরে । হুডি পরিহিত রিয়া গাড়ি থেকে নেমেই সোজা ঢুকে গেলেন ভিতরে । তাঁর মুখটাও দেখা গেল না পরিষ্কার । কালকের ঘটনা থেকে বেশ শিক্ষা নিয়েছে মুম্বই পুলিশ ।

দেখে নিন ভিডিয়ো...

ভিডিয়ো সৌজন্যে ANI

সুশান্ত মামলায় মাদক যোগের তদন্তে NCB ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং তাঁর পরিচারক দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে । রিয়াও নাকি জিজ্ঞাসাবাদ চলাকালীন স্বীকার করে নেন যে, ভাইকে দিয়ে সুশান্তের জন্য ড্রাগ আনাতেন তিনি ।

Last Updated : Sep 7, 2020, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details