মুম্বই : গতকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর NCB অফিসের সামনে রীতিমতো ধস্তাধস্তি হয় রিয়া চক্রবর্তীকে নিয়ে । অভিনেত্রীর চারিদিকে পুলিশ থাকলেও পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে যায় । গাড়ি থেকে নামার পরেই রিয়ার উপর মিডিয়ার লোকজন প্রায় হামলে পড়ে । সেই দৃশ্য দেখে শিউরে উঠেছে সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ । আজ ফের NCB অফিসে রিয়া ।
তবে আজকের পরিস্থিতিটা একেবারে আলাদা । আগে থেকেই ব্যারিকেট লাগানো হয়েছে দপ্তরের বাইরে । হুডি পরিহিত রিয়া গাড়ি থেকে নেমেই সোজা ঢুকে গেলেন ভিতরে । তাঁর মুখটাও দেখা গেল না পরিষ্কার । কালকের ঘটনা থেকে বেশ শিক্ষা নিয়েছে মুম্বই পুলিশ ।