মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় একের পর এক আক্রমণের শিকার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে । তবে এবার যেন মাত্রা ছাড়িয়ে গেল । আত্মহত্যা না করলেন লোক পাঠিয়ে রিয়াকে ধর্ষণ ও খুন করিয়ে দেওয়ার হুমকি দিল এক নেটিজেন । আর মখু বন্ধ রাখলেন না রিয়া ।
সোশাল মিডিয়ায় পাওয়া সেই মেসেজের একটা স্ক্রিনশট শেয়ার করেছেন রিয়া । সেখানে লেখা, "তোমায় যেন ধর্ষণ করে খুন করা হয়, আমি সেটা নিশ্চিত করব । তুমি যদি আত্মহত্যা না কর, তাহলে আমি লোক পাঠিয়ে দেব । সে তোমায় খুন করবে ।"