মুম্বই : সুশান্ত সিং রাজপুতের খুব কাছের মানুষ ছিলেন রিয়া চক্রবর্তী । যদিও তাঁদের সম্পর্কে অনেক ওঠানামা ছিল, তাও সুশান্তের সঙ্গে যে তাঁর ঘনিষ্ঠতা ছিল একথা সর্বজনবিদিত । খুব তাড়াতাড়ি নাকি বিয়েও করতে চলেছিলেন তারকা দম্পতি । সুশান্তের মৃত্যুর পর তাই রিয়াকে 9 ঘণ্টা ধরে জেরা করল মুম্বই পুলিশ ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, "শেষ কয়েকমাসে সুশান্তের সবথেকে কাছের মানুষ ছিলেন রিয়া । তাঁরা প্রায় সবসময় একসঙ্গেই থাকতেন । তাই পুলিশ ওঁকেই সবার আগে ডেকেছে ।"
গতকাল অর্থাৎ 18 জুন বান্দ্রা পুলিশ স্টেশনে রিয়া, সুশান্তের বাবা ও দুই বোনকে তলব করে পুলিশ । এই খবর IANS সূত্রে জানা গেছিল । তবে রিয়াকে কী নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা কাল জানা যায়নি সেভাবে ।