পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাগের মাথায় সুশান্তের নম্বর ব্লক করেন, তবে একবার ডাক পেলেই ফিরতেন রিয়া - রিয়া চক্রবর্তীর খবর

এই কথা নিজেই জানালেন রিয়া চক্রবর্তী । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক লম্বা সাক্ষাৎকার দিলেন অভিনেত্রী । সুশান্তের মৃত্যুর পর এটাই তাঁর প্রথম সাক্ষাৎকার ।

Rhea chakrabarty clocked sushant singh rajput
Rhea chakrabarty clocked sushant singh rajput

By

Published : Aug 27, 2020, 8:47 PM IST

মুম্বই : 8 জুন সুশান্তের বাড়ি ছাড়েন রিয়া চক্রবর্তী । ভারাক্রান্ত মন নিয়ে নিজের বাড়িতে ফেরেন তিনি । ভাবেন, "এটাই কি তাহলে শেষ ?" আর তার ঠিক পরের দিনই সুশান্তের নম্বর ব্লক করেন রিয়া ।

কিন্তু কেন ? এক সাক্ষাৎকারে এসে রিয়া খোলসা করে নিজের জবাব দেন ।

রিয়া বলেন যে, 8 জুন সুশান্তের বাড়ি ছেড়ে আসার পর অসুস্থ হয়ে পড়েন তিনি । সেকথা জানতে পেরে সুশান্ত নাকি রিয়াকে একটি মেসেজ করেন । লেখেন, "কেমন আছে আমার বেবু ?"

মেসেজটা দেখে মন ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যায় রিয়ার । তাঁর মনে হয়, "সুশান্ত কি আমায় একটা ফোনও করতে পারল না ? তাহলে বোধহয় আমার আর কোনও প্রয়োজন নেই ওঁর জীবনে ।"

.

এই ভেবেই সুশান্তের নম্বর ব্লক করে দেন অভিনেত্রী । একথা আমরা নয়, রিয়া নিজেই জানান সেই সাক্ষাৎকারে ।

তবে রিয়া এটাও জানান যে, সুশান্ত যদি একবার ফিরে আসার কথা বলতেন, তাহলে সব ছেড়ে আবার ফেরার জন্য তৈরি ছিলেন অভিনেত্রী । সেটা আর হল না । ফেরা আর হল না রিয়ার ।

ABOUT THE AUTHOR

...view details