পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ED-র দপ্তরে রিয়া - ED-র দপ্তরে রিয়া

সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীকে তলব করেছিল ED । তিনি আসবেন কিনা সেই নিয়ে সন্দেহ ছিল । তবে কিছুক্ষণ আগেই ED-র মুম্বই অফিসে পৌঁছলেন রিয়া ।

Rhea Chakrabarty reached ED Office
Rhea Chakrabarty reached ED Office

By

Published : Aug 7, 2020, 12:33 PM IST

Updated : Aug 7, 2020, 2:18 PM IST

মুম্বই : সুশান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে ED-র অফিসে আজই তলব করা হয় রিয়া চক্রবর্তীকে । অভিনেতার মৃত্যুতে রিয়াই অন্যতম অভিযুক্ত । একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে । অনেক জল্পনার পর ED-র অফিসে পৌঁছলেন রিয়া ।

তাঁকে দেখেই ছেঁকে ধরলেন রিপোর্টাররা । কিন্তু, খুব তাড়াতাড়ি অফিসে ঢুকে গেলেন অভিনেত্রী । ওড়না ঢাকা থাকায় দেখা গেল না রিয়ার মুখ ।

দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

শোনা গেছিল যে, ED-র কাছে অন্য একটি তারিখ চেয়েছেন রিয়া । সুপ্রিম কোর্টের শুনানির আগে তিনি ED-র এনকোয়ারির মুখোমুখি হতে চাননি । তবে রিয়ার আবেদন খারিজ করে ED এবং তিনি সঠিক সময় দপ্তরে আসতে বাধ্য হন ।

আজ সুশান্তের প্রাক্তন বিজ়নেস ম্যানেজার শ্রুতি মোদিকেও তলব করেছে ED । আগামীকাল অর্থাৎ 8 অগাস্ট অভিনেতার বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকেও জিজ্ঞাসাবাদ করবে তারা ।

Last Updated : Aug 7, 2020, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details