মুম্বই : অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি কুড়িয়ে নিয়েছেন টাইগার শ্রফ । বেশিরভাগ অ্যাকশন ছবিতেই দেখা গিয়েছে তাঁকে । সম্প্রতি সিনেমার স্টান্টমেন ও ফাইটারদের প্রতি সম্মান জানিয়েছেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে 'বাঘি'-র অ্যাকশনের কিছু দৃশ্যের ভিডিয়ো পোস্ট করেন টাইগার । সেখানে ফাইটার ও স্টান্টমেনদের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে তাঁকে । আর এভাবেই অ্যাকশন সিনেমার ফাইটার ও স্টান্টমেনদের সম্মান জানান তিনি । পাশাপাশি তাঁদের 'আসল হিরো' বলেও উল্লেখ করেন ।
ভিডিয়োটি পোস্ট করে তার ক্যাপশনে টাইগার লেখেন, "গোটা বিশ্বের প্রতিটা অ্যাকশন সিনেমার ফাইটার ও স্টান্টম্যানদের সম্মান জানাচ্ছি । অ্যাকশন হিরো হিসেবে যদি কিছু শিখে থাকি তাহল, যাঁরা আমার মারটা খাচ্ছেন বা পালটা দিচ্ছেন তাঁরাই হল আসল হিরো ।"
'বাঘি' ফ্র্যাঞ্চাইজ়িতে কাজ করার পরই অ্যাকশন হিরোর তকমা পান টাইগার । এরপর হৃত্বিক রোশনের সঙ্গে 'ওয়ার' ছবিতে স্ক্রিন শেয়ার করেন তিনি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ওই ছবি । শেষবার 'বাঘি 3' ছবিতে রীতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করেছিলেন তিনি । কোরোনা নিয়ে আতঙ্ক শুরু হওয়ার কিছুদিন আগেই 6 মার্চ মুক্তি পায় 'বাঘি 3' । এর কিছুদিন পর দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয় সিনেমার স্ক্রিনিং । তাই শুরুটা দারুণ ভাবে হলেও, কোরোনা আতঙ্কের জেরে তখন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এই সিনেমার বক্স অফিস কালেকশন ।
এছাড়া এখন 'হিরোপন্তি 2' ছবিটি রয়েছে টাইগারের ঝুলিতে ।