পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রকেটের গতিতে দৌড়তে প্রস্তুত তাপসী... - অক্ষয় কুমার

'মিশন মঙ্গল'-এর রেশ কাটেনি এখনও। দর্শকও সিনেমাহল ভরিয়ে দেখছেন অক্ষয় কুমার-বিদ্যা বালান-তাপসী পান্নু-সোনাক্ষী সিনহা অভিনীত এই মঙ্গল যাত্রার ছবি। আর এর মাঝেই এল তাপসীর পরবর্তী ছবির প্রথম ঝলক।

তাপসী পান্নু রেশমী রকেট

By

Published : Aug 30, 2019, 12:25 PM IST

Updated : Aug 30, 2019, 11:27 PM IST

মুম্বই : গুজরাটের অ্যাথলিট বা দৌড়বিদ রশমি। তাঁর জীবনযুদ্ধ এবার সেলুলয়েডের পরদায়। ছবির নাম 'রশমি রকেট'। মুখ্য ভূমিকায় তাপসী পান্নু। আজ মুক্তি পেল ছবির মোশন পোস্টার।

স্পোর্টসের প্রতি তাপসীর ভালোবাসা সর্বজনবিদিত। তাঁর ফিজ়িক, হাঁটাচলা সবকিছুই একজন স্পোর্টস-ওম্যানের মতো। এর আগে 'সুরমা' বা 'মনমরজ়িয়াঁ'-র মতো ছবিতে তাপসীকে হকি প্লেয়ার হিসেবে দেখা গেছে। তাঁর আপকামিং ছবি 'ষাঁণ্ড কি আঁখ'-এ তিনি একজন শুটার। 'রশমি রকেট'-এ আবার তিনি এক দৌড়বিদ। তাপসীর ক্যারিয়ারগ্রাফে যে খেলাধুলোর একটা বিশেষ জায়গা রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে।

অক্ষয় কুমার নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই মোশন পোস্টারটি। ক্যাপশনে লিখেছেন, "এই রকেট তৈরি তাঁর পরবর্তী মিশনের জন্য এবং সে ট্র্যাকের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে। প্রেজ়েন্টিং তাপসী পান্নু অ্যাজ় রশমি রকেট।" দেখে নিন সেই পোস্টার...

Last Updated : Aug 30, 2019, 11:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details