মুম্বই, 11 মার্চ :নিজের নতুন ছবির জন্য প্রথমবার বলিসুন্দরী দীপিকা পাড়ুকোনের জুটি বেঁধেছেন হৃতিক রোশন ৷ সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসতে চলা এই নতুন ছবির নাম 'ফাইটার' ৷ আগেই জানা গিয়েছিল অগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন নির্মাতারা ৷ পাশাপাশি বৃহস্পতিবার ছবি মুক্তির তারিখও নিশ্চিত করে ফেললেন নির্মাতারা ৷
হৃতিক নিজেই অনুরাগীদের জন্য় এই খবর শেয়ার করেছেন ৷ এর আগে 'ব্যাং ব্যাং' এবং 'ওয়ার' ছবিতে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ এবং হৃতিক ৷ তবে দীপিকার সঙ্গে জুটি এই প্রথমবার ৷ ছবি রিলিজের তারিখের সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে ছবির একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন এই অভিনেতা ৷ তারই ক্যাপশনে তিনি লেখেন '28 সেপ্টেম্বর 2023' (Hrithik Roshan Deepika Padukone Film Fighter) ৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুরকেও ৷ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ছবি নিয়ে মুখ খুলেছেন তিনিও ৷ তিনি লেখেন,"28 সেপ্টেম্বর 2023-এ প্রেক্ষাগৃহে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি 'ফাইটার'-এর সাক্ষী হতে প্রস্তুত হন ।"