মুম্বই : বাংলা থেকে ২০০০ কিলোমিটারের দূরত্ব বাণিজ্যনগরীর। এই দূরত্বটা মুহূর্তের মধ্যে ঘুচিয়ে দিল রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানের নাম 'বঙ্গ সঙ্গ'। আর সেই অনুষ্ঠানেই গায়িকা রেখা ভারদ্বাজের গলাতেই শোনা গেল রবি ঠাকুরের বিখ্যাত গান 'দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।'
গতকাল মুম্বইয়ে উদ্বোধন হয়ে গেল 'বঙ্গ সঙ্গ' অনুষ্ঠানের। তাতেই বিশেষ অতিথি ছিলেন রেখা ভারদ্বাজ। অনুষ্ঠানে রেখার গলায় শোনা যায় রবীন্দ্রসংগীত। আর রবীন্দ্রসংগীতের সঙ্গে ঠুমরি, দাদরার মেলবন্ধনও তৈরি করেন বলিউডের অন্যতম এই গায়িকা।